বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন এপার বাংলাতেও যথেষ্ট জনপ্রিয়। টলিউডে মায়া সিনেমার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী। তবে প্রথম ছবি মুক্তির আগেও টলিউডে একাধিক ছবির অফার মিথিলার হাতে।
শোনা যাচ্ছে টলিউডে পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘অ্যা রিভার ইন হ্যাভেন’ হতে চলেছে অভিনেত্রীর দ্বিতীয় ছবি। এছাড়াও ‘নীতিশাস্ত্র’ নামে একটি অ্যান্থলজি সিনেমায় দেখা যাবে মিথিলাকে। অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি চারটি ছোট গল্পের সমষ্টি। এতে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে মিথিলাকে।
মিথিলা যখন এপার বাংলায় কাজ নিয়ে ব্যস্ত তখনি তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন বাংলাদেশর পরিচালক অনন্য মামুন। পরিচালক ফেসবুকে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। সাংবাদিক সম্মেলন করারও হুঁশিয়ারি দিয়েছেন।
গত বৃহস্পতিবার সোশ্যাল সাইট ফেসবুকে মিথিলার একটি ছবি নিজের ওয়ালে পোস্ট করেন অনন্য মামুন। ক্যাপশনে পরিচালক লেখেন, ‘কোনোভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে... এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনো দিন কাউকে নিয়ে বলিনি... এবার বলব।’
অনন্য মামুনের সেই স্ট্যাটাসের পর তোলপাড় শুরু হয় ঢাকায়। যদিও বিষয়টির রহস্যের জট খোলেনি এখনো। প্রশ্ন উঠতে থাকে, হঠাৎ কী এমন হলো যে, মিথিলার বিরুদ্ধে অভিযোগ তুললেন ‘অমানুষ’ নির্মাতা অনন্য মামুন?
নির্মাতা অনন্য মামুনের ওই স্ট্যাটাসের পর থেকেই ফেসবুকে শুরু হয়েছে প্রতিবাদ। মামুন অনুগামীরা ‘হোক প্রতিবাদ’ হ্যাশট্যাগ দিয়ে বিষয়টি ভাইরাল করেছে নেটদুনিয়ায়।
প্রসঙ্গত মামুনের ‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশে বড় পর্দায় যাত্রা শুরু করছেন মিথিলা। এই সিনেমায় মিথিলাকে দেখা যাবে, বিদেশ ফেরত বাংলাদেশির চরিত্রে। যিনি মূলত বাংলাদেশের সৌন্দর্য নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে যান জলে-জঙ্গলে। সেখানে গিয়ে খপ্পরে পড়েন ডাকাতদের।
অমানুষ’ সিনেমার শুটিং শেষ হলেও ডাবিং ও এডিটিংয়ের কাজ বাকি রয়েছে। এদিকে রাফিয়াথ রশিদ মিথিলা এখন রয়েছেন ভারতে। ঢাকার ‘অমানুষ’ দিয়ে সিনেমায় অভিষেক হলেও বর্তমানে মিথিলা ব্যস্ত টলিউডে! সঙ্গে সংসার-সন্তান-অফিসের ব্যস্ততা তো রয়েছেই। মামুনের পোস্টের পর তাই প্রশ্ন উঠেছে, অমানুষের শুটিং শেষ করলেও বাকি রয়েছে ডাবিং। তবে কি সিনেমার ডাবিংয়ে অসহযোগিতা করছেন মিথিলনাকি আরও গভীর কোনও অভিযোগ?
ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে মামুন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেন, ‘এসব কথা ফোনে বলে শেষ করা যাবে না। অনেক অন্যায় করেছেন তিনি (মিথিলা) আমাদের সঙ্গে। আমি সিদ্ধান্ত নিয়েছি ২০ সেপ্টেম্বর একটি সংবাদিক সম্মেলন করে পুরো ঘটনা তুলে ধরব।’
‘অমানুষ’ সিনেমায় মিথিলার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা নিরব। পর্দার বাইরে ভালো বন্ধু হলেও মিথিলাকে ছেড়ে কথা বলেননি তিনিও। নিরব ফেসবুকে লিখেছেন, ‘অথচ কথাচাপা অনেকদিনের অভ্যাস। যেহেতু পরিচালক মামুন ভাই বলবে, আমি উপস্থিত থেকেও কেন এড়িয়ে যাব? আমিও এবার বলব।’ নিরবের সেই পোস্ট শেয়ার করে অনন্য মামুন লিখেছেন- ‘হোক প্রতিবাদ’।
এই সিনেমারই আরেক অভিনেতা আর এ রাহুল লিখেছেন, ‘এতোদিন সবাই চুপ ছিলাম! মানুষের মতো হলেও কিন্তু সবাই মানুষ হয় না। আমাদের ডিরেক্টর মামুন ভাই যেহেতু মুখ খুলেছে, তাই আমিও কিছু বলব... জাস্ট ওয়েট!’
অভিনেত্রী রাশিদা জাহান মুক্তা লিখেছেন, ‘আপনাকে বড় বোন হিসেবে অনেক সম্মান করতাম বাট আর না, এতদিন চুপ ছিলাম! কিন্তু আমাদের ডিরেক্টর অনন্য মামুন যেহেতু মুখ খুলেছে তাই আমিও আর চুপ থাকব না!’
অপরদিকে ‘অমানুষ’ ছবির আরেক শিল্পী নওশাবাকে দেখা গেছে মিথিলার পক্ষে পোস্ট করতে । নওশাবা লিখেছেন, ‘love you Rafiath Rashid দেখা হোক বিজয়ে।’
এদিকে ‘অমানুষ’ সিনেমার কাজ শেষ হয়েছে কিনা জানতে সেই প্রসঙ্গে মামুন জানিয়েছেন, ‘সিনেমাটি নিয়ে বেশ টেনশনে আছি। আদৌ বাকি কাজ হবে কিনা জানি না। কখন হবে, কোথায় হবে কিছুই বলতে পারতেছি না। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’
বর্তমানে ভারতে রয়েছেন মিথিলা। মামুনের অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশএর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই বলব না। সময় হলেই সত্য সামনে আসবে।’ মিথিলা আরো যোগ করেন, ‘বলুক আর না বলুক, সত্য চাপা থাকে না। বের হয়ে আসবেই। সবাই শিল্পীদের পাশে থাকুন, ভালো সিনেমার সঙ্গে থাকুন। আপাতত আমার এটুকুই অনুরোধ।’
অন্যদিকে নির্মাতা অনন্য মামুনের এমন প্রতিবাদকে অনেকে ‘আওয়াজ’ মনে করছেন। কারণ মামুন মানেই তুমুল আলোচনা-সমালোচনা। তার ক্যারিয়ারে সবগুলো সিনেমা মুক্তির আগে কোনো না কোনো ঘটনা ঘটেছে। তাই হয়তো পরিকল্পিতভাবেই প্রচারণার অংশ হিসেবে এই পথ বেছে নিয়েছেন তিনি। তা না হলে একজন শিল্পীর বিরুদ্ধে পুরো টিমের অভিযোগ অবাক করা ব্যাপার বটে!
প্রশ্ন উঠেছে, সিনেমার অভিনব প্রচারের জন্যই কি এমন অভিযোগের সুর তুলেছেন নির্মাতা! অনেকে বলছেন পুরোটাই প্রমোশ্যানাল গিমিক। ২০শে সেপ্টেম্বর ‘অমানুষ’ ছবি সংক্রান্ত কোনও বড় ঘোষণা করা হবে ওই সাংবাদিক বৈঠকে।