Advertisement

বাংলাদেশ

Jaya Ahsan: কৃষ্ণ সুন্দরীর সঙ্গে ম্যাচ করে পোশাক, জড়িয়ে ধরে চুমু, আবেগে ভাসছেন জয়া

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2022,
  • Updated 4:10 PM IST
  • 1/14

মনোরঞ্জনের জগতে দেশের আন্যতম জনপ্রিয়  পুরস্কার হল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। বলিউডের পাশাপাশি টলিউডেও এসেছে ফিল্মফেয়ার।
 

  • 2/14


বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে কলকাতার এক পাঁচতারকা হোটেলে বসেছিল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১’-এর আসর। আর সেখানেই শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী  জয়া আহসান। 

  • 3/14

‘বিনিসুতোয়’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এবার এই পুরস্কার অর্জন করেন জয়া। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার পেলেন বাংলাদেশের গুণী এই অভিনেত্রী।

  • 4/14

এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি 'বিজয়া' ও 'রবিবার'-এর জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া।
 

  • 5/14

 তার আগে ২০১৮ সালে 'বিসর্জন' সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি। 
 

  • 6/14

২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত 'ঈগলের চোখ' সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন জয়া। ২০১৪ সালে 'আবর্ত' সিনেমায় জন্যও ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান।

  • 7/14

এ বছর ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছিল  অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, এবং রুক্সিনী মৈত্রর সঙ্গে।

  • 8/14


অভিনয়ের স্বীকৃতি হিসেবে আগেও ভারতের বেশ কয়েকটি  পুরস্কার উঠেছে ওপারের অভিনেত্রী জয়ার হাতে। 

  • 9/14

খুশির এই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জয়া নিজেই। যেখানে তিনি লিখেছেন, ‌"পর পর তিন বারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি আপ্লুত। শ্রেষ্ঠ অভিনেত্রীর জনপ্রিয় বিভাগে বিনিসুতোয় ছবির জন্য কৃষ্ণ সুন্দরী হাতে এলেন। ধন্যবাদ দর্শক এবং ফিল্মফেয়ার পুরস্কার কর্তৃপক্ষকে, এত ভালোবাসা দেয়ার জন্য। আমার পরিচালক অতনু ঘোষ বিনিসুতোয় ছবির মধ্যে দিয়ে যে নাগরিক রূপকথা বুনেছেন, তার রেশ রয়ে গেল এই প্রাপ্তিতে। ছবির সমস্ত টিম কে অভিনন্দন জানাই ফিল্ম ফেয়ারের মঞ্চে সমালোচকদের পছন্দের সেরা ছবি ও সেরা সম্পাদনার শিরোপা জয়ের জন্য। বিনিসুতোর বুনন আরও পোক্ত হলো আজ, শ্রেষ্ঠত্বের শিরোপা উজ্জ্বলতর হোক, সকলকে শুভেচ্ছা জানাই।"
 

  • 10/14

রবিবার নিজের সোশ্যাল সাইটে একাধিক ছবি পোস্ট করে জয়া লিখেছেন, "আমি বিশেষ করে "বিনিসুতোয়" এ আমার ভূমিকার জন্য পুরস্কৃত হয়ে অত্যন্ত আপ্লুত বোধ করছি। চরিত্রের চিত্রায়ন এতটাই চ্যালেঞ্জিং ছিল যে এটাকে রক্ষা করা নিজের মধ্যে পুরষ্কার ছিল। ফিল্মফেয়ার পুরস্কার আমার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে বিনীত ও কৃতজ্ঞ।"
 

  • 11/14

অনুষ্ঠানে ব্ল্যাক লেডির সঙ্গে কমপ্লিমেন্ট করে নিজের পোশাকও যেন বেছে নিয়েছিলেন পদ্মাপারের অভিনেত্রী। 

  • 12/14

বর্তমানে জয়া আহসান বাংলাদেশের  মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার শ্যুটিং করছেন।

  • 13/14

এই ছবিতে জয়াকে দেখা যাবে সার্কাসের মালিক ও প্রধান জাদুকর বিউটির চরিত্রে। যার রূপ আর জাদু প্রদর্শনীর কারিশ্মায় পাগল এলাকার তিন প্রভাবশালী ব্যক্তি। বিউটিকে নিজের করে পাবার প্রতিযোগিতায় এক সময় হুমকির মুখে পড়ে যায় পুরো সার্কাস টিম। কিন্তু কৌশলী বিউটি নিজ বুদ্ধির জোরে শেষ পর্যন্ত কাটিয়ে উঠেন সেই বিপদ।
 

  • 14/14


উল্লেখ্য, ফিল্মফেয়ার বাংলায় এবারের আসরে জয়া আহসান ছাড়াও বাংলাদেশ থেকে মোশাররফ করিম(ডিকশোনারি), গীতিকার আসিফ ইকবাল(মায়ের কাংগাল,অল্প হলেও সত্যি) ও তরুণ গায়ক মাহতিম সাকিব( প্রেম তুমি)মনোনয়ন পেয়েছিলেন।
 

Advertisement
Advertisement