Advertisement

বাংলাদেশ

PUBG, Free Fire নিষিদ্ধ বাংলাদেশে! তালিকায় রয়েছে আরও অ্যাপ

Aajtak Bangla
  • ঢাকা,
  • 26 Aug 2021,
  • Updated 4:50 PM IST
  • 1/6

৩ মাসের জন্য বাংলাদেশে বন্ধ পাবজি ও ফ্রি ফায়ার। সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট এই ঘোষণা করেছে। এই অ্যাপগুলিকে সেদেশের আদালত বিপজ্জনক আখ্যাও দিয়েছে। 

  • 2/6

টিকটক, লাইকির মত ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চায় হাইকোর্ট। সেই  সঙ্গে অনলাইন গেম স্ট্রিমিংয়ের উপরও কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। 

  • 3/6

এক বাংলাদেশি সংবাদমাধ্যমে বিটিআরসি'র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন। পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি টিকটক, বিগো লাইভ ও লাইকির মত অন্যান্য অ্যাপগুলো বাংলাদেশে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।

  • 4/6

জানা গিয়েছে, বাংলাদেশের এক মানবধিকার সংস্থার তরফে হাইকোর্টে মামলা দায়ের করা হয়।  সেই ভিত্তিতেই রায় দেয় হাইকোর্ট। ৩ মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 

  • 5/6

এই গেমগুলির উপর গাইডলাইন তৈরির নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভারতেও পাবজি, টিকটক এর মতো অ্যাপগুলি নিষিদ্ধ হয়েছিল ২০২০ সালে।

  • 6/6

২০২১ সালে পাবজি সংস্থার ভারতে সম্পূর্ণ ভিন্ন নামে BGMI গেমটি নিয়ে আসে। যা অবিকল পাবজি বলা যায়। তবে টিকটক এখনও নিষিদ্ধ হয়নি। 
 

Advertisement
Advertisement