Advertisement

বাংলাদেশ

মুহূর্তে আনন্দ উৎসব বদলে গেল শোকে! বিয়েতে বজ্রপাত প্রাণ কাড়লো ১৭ জনের

Aajtak Bangla
  • ঢাকা,
  • 04 Aug 2021,
  • Updated 8:25 AM IST
  • 1/7

হঠাৎ বজ্রপাতে বাবা-সহ একসঙ্গে ১২ স্বজনকে হারানোর শোকে দিশেহারা বাংলাদেশের  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বর মো. মামুন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতার হাট গ্রামের শরিফুল ইসলামের  ছেলে। 

  • 2/7

সম্প্রতি মামুন বিয়ে করেন পাশের শিবগঞ্জ উপজেলায়। সেখান থেকে তাঁকে ও তাঁর নববিবাহিত স্ত্রী সুমি খাতুনকে আনতে গিয়ে  বুধবার দুপুরে বজ্রপাতের কবলে পড়ে প্রাণ হারান বরপক্ষের ১৬ জন ও দুর্ঘটনাস্থলে উপস্থিত একজনসহ ১৭ জন।
 

  • 3/7

শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বুধবার  দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ১৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪ জন। 
 

  • 4/7

বরপক্ষের আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার দিন আগে সদর উপজেলার জনতার হাট গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. মামুনের সঙ্গে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের তেরোরশিয়া গ্রামের হোসেন আলীর  মেয়ে সুমি খাতুনের  বিয়ে হয়। 
 

  • 5/7

আজ বর ও কনেকে আনতে পদ্মা নদী দিয়ে নৌকায় করে কনের বাড়িতে যাচ্ছিলেন বরপক্ষের লোকজন। দুপুর ১২টার দিকে তাঁরা পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর তেলিখাড়ি ফেরিঘাটে পৌঁছান। 

  • 6/7

বৃষ্টির কারণে নৌকা থেকে একে একে নেমে ঘাটের পাশে ছাউনির নিচে আশ্রয় নিচ্ছিলেন তাঁরা। এ সময় বজ্রপাত হয়। ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।
 

  • 7/7

প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে পাঁচজন নারী। আহত  চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement