বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ মোদীকে বাংলাদেশে স্বাগত জানান সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বারবরই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। করোনাকালে দীর্ঘ লকডাউনের পর এই প্রথম বিদেশ সফর ভারতের প্রধানমন্ত্রীর।
মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষে সেজে উঠেছে বাংলাদেশেরে ঢাকা শহর। লাল গালিচায় সংবর্ধনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
সংবর্ধনার পাশাপাশি গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সঙ্গে ছিলেন হাসিনাও।
এরপর ঢাকার সাভারে জাতীয় স্মৃতি সৌধে যান মোদী। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতি বইতে নিজের অনুভূতির কথা লেখেন মোদী। পাশাপাশি একটি বৃক্ষরোপনও করেন।
ক্রিকেটার সাকিব আল হাসান সহ বাংলাদেশের যুব সম্প্রদায়, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে সফল তাঁদের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদী।
বিশিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা আলাপচারিতা চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
বিশিষ্ঠ ব্যক্তিদের পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী।
এদিন বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও দেখা করেন মোদী। দেখা করেন বোহরা সম্প্রদায়ের সঙ্গে। গুজরাতিতে কথাও বলেন তিনি। দুদিনের সফরে শনিবার যশরেশ্বরী কালীমন্দির দর্শন করবেন মোদী। তারপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসমাধি পরিদর্শন করবেন। সেখানে মোদীকে অভ্যর্থান জানাবেন হাসিনা। এছাড়া মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওরাকান্দিও যাবেন নরেন্দ্র মোদী।