Advertisement

বাংলাদেশ

কোভিন্দ-মোদী-মমতাকে আম পাঠালেন হাসিনা

দীপক দেবনাথ
  • বনগাঁ,
  • 04 Jul 2021,
  • Updated 2:33 PM IST
  • 1/6

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ভারত থেকে না যাওয়ার ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আবার বাংলাদেশ থেকেও ভারতে আসছে না ইলিশ। তবে এই দড়ি টানাটানির মাঝেও কিন্তু দুদেশের সম্পর্ককে আরও মজবুত করার প্রয়াস থেমে থাকেনি।

  • 2/6

এবার ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসাবে ২,৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 

  • 3/6

রবিবার বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ (Ramnath Kovind ), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য উপহার হিসেবে ২,৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। 

  • 4/6

এদিন দুপুরে দুই দেশের কর্তাদের উপস্থিতিতে প্রতিবেশী দেশ থেকে এদেশে আসে ২৬০ বাক্স হাড়িভাঙ্গা আম। 

  • 5/6

এই প্রসঙ্গে দুই দেশের আধিকারিকরা জানান, ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার জন্যই এই আম পাঠিয়েছেন হাসিনা। এরমধ্যে দিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আগামিদিনে আরও দৃঢ় ও মধুর হবে বলেই আশা তাঁদের। 

  • 6/6

প্রসঙ্গত, দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একইসঙ্গে আম পাঠান হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও। 

Advertisement
Advertisement