Advertisement

বাংলাদেশ

Yash-Nusraat:'রকস্টার' যশের সঙ্গে শ্যুটিং শেষ, ঢাকায় ফিরলেন নুসরাত

Aajtak Bangla
  • ঢাকা,
  • 07 Mar 2022,
  • Updated 4:36 PM IST
  • 1/14


কয়েকদিন আগেই খবরটা সামনে এসেছিল। ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া 'রকস্টার' ছবিতে অভিনয় করছেন অভিনেতা যশ দাশগুপ্তের বিপরীতে।

  • 2/14

গত ১৭ ফেব্রুয়ারি ছবিটির শ্যুটিং শুরু করেছিলেন নুসরাত। জানা যাচ্ছে অতিমধ্যে সেই শ্যুটিং শেষ হয়েছে।

  • 3/14

বাংলাদেশি সংবাদ মাধ্যমকে ফারিয়ে জানিয়েছেন, 'ভারতের বিভিন্ন লোকেশনে ‘রকস্টার’-এর শ্যুটিং হয়। টানা প্রায় তিন সপ্তাহ শ্যুটিং করি আমরা। শেষ দিন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শ্যুটিং-এর মাধ্যমে শেষ হয় আমাদের রকস্টারের জার্নি।'
 

  • 4/14

কাজটি করে বেশ স্বস্তিতে নুসরাত। বললেন, ‘টানা কাজটা শেষ করেছি। আনন্দ লাগছে। প্রায় তিন সপ্তাহ পর রবিবার (৬ মার্চ) ঢাকায় ফিরেছি। এটাও বড় আনন্দ।’

  • 5/14

‘রকস্টার’ সিনেমার প্রথম দিনের শ্যুটিংয়ে নুসরাত ফারিয়াকে ছাড়াই কাজ করেছিলেন যশ। পরদিনই হাজির হন নুসরাত ফারিয়া। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিনেমায় দুজনের প্রেমের দৃশ্য। যেখানে ‘রকিং’ পোশাকে হাজির হতে দেখা যায় বাংলাদেশি অভিনেত্রীকে। ছবিতে সাদার মধ্যে সবুজ রঙের পোশাকে ফারিয়াকে এবং কালো রঙের শার্ট ও ব্লু জিন্সে দেখা গেছে যশকে।
 

  • 6/14

বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে যশ ও নুসরাত অভিনীত রকস্টারের।।
 

  • 7/14

এই সিনেমায় প্রথমবারের মতো ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন যশ দাশগুপ্ত। যিনি আবার টলিউড অভিনেত্রী নুসরত জাহানের স্বামী। তবে ‘রকস্টার’ সিনেমায় ঢাকাই নুসরাতের প্রেমিক হিসেবে দেখা যাচ্ছে যশকে। 

  • 8/14

'রকস্টার'-এর  পরিচালনা করেছেন বাজি, এসওএস কলকাতা, প্যানথার খ্যাত পরিচালক আংশুমান প্রত্যুষ। প্রযোজনায় রয়েছেন বাংলাদেশের  শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। সিনেমাটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 

  • 9/14

এতে রকস্টারের ভূমিকায় আছেন যশ, আর ফারিয়া থাকছেন তার ফ্যানের চরিত্রে। পরিচালক অংশুমান প্রত্যুষ সংবাদ মাধ্যমকে বলেছেন, ভক্ত ও রকস্টারের গল্প এটি। কীভাবে দুজনের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, সেটিই দেখানো হবে। এখানে আছে প্রতিশোধের গল্পও।
 

  • 10/14

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত। এরপর দুই বাংলার কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে।

  • 11/14

বাংলাদেশের নুসরাত পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে অভিষেক হয় নুসরাত ফায়িার। এরপর যৌথ প্রযোজনায় করেছেন আরো পাঁচটি ছবি। এর মধ্যে আছে ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’। করেছেন টালিগঞ্জের ছবি ‘বিবাহ অভিযানও।
 

  • 12/14

এপার বাংলার জিৎ, অঙ্কুশের পর এবার যশের বিপরীতে অভিনয় করছেন ফারিয়া। জানা যাচ্ছে,  রোমান্টিক-থ্রিলার ঘরানার সিনেমা ‘রকস্টার’। 
 

  • 13/14


কলকাতার ‘বিবাহ অভিযান’ ও ‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন নুসরাত ফারিয়া। সর্বশেষ তাকে দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। 

  • 14/14

নুসরাত ফারিয়া সম্প্রতি কাজ করেছেন বাংলাদেশে পর্দার আড়ালে নামের ওয়েব ফিল্মে। এবার ঈদে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা মুক্তির কথা রয়েছে ঢাকায়।

Advertisement
Advertisement