Advertisement

Film Wrap: মহামায়া লুকে শুভশ্রী, দেবের নতুন হেয়ারস্টাইল

Entertainment News Today: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়। 

শুভশ্রী গাঙ্গুলী ও দেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2021,
  • अपडेटेड 11:17 PM IST
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
  • সারাদিনের বিনোদনের খুঁটিনাটি।
  • হলি, বলি কিংবা টলি! সমস্ত খবর এক ক্লিকেই।

Entertainment News Today 23rd September 2021: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়। 


সেরার সেরা 'মিঠাই'! শুরুতেই বাজিমাত 'উমা'-র, বিপুল পরিবর্তন বাকি মেগার স্কোরে   

একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়।  

  
ধমাকা, চমক দিয়ে শুরু হবে সৌরভের 'দাদাগিরি'! রইল আগাম ঝলক

আসছে জনপ্রিয় গেম শো 'দাদাগিরি আনলিমিটেড' সিজন ৯। 'দাদাগিরি'-র আগের সাতটি সিজনের মতো এবারও সঞ্চালনা করেছেন সৌরভ গাঙ্গুলী। এটি নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এবং দর্শকেরা বিপুল ভাবে এটি উপভোগ করেন।


মহালয়ায় আদ্যাশক্তি শুভশ্রী! মিঠাই -অপু -শ্যামাদের দেখা যাবে দেবীর কোন রূপে? 

এই বছরের মহালয়ায় জি বাংলায় উদযাপন হতে চলেছে আদ্যাশক্তির মহিমা। শুভশ্রী গাঙ্গুলী ছাড়াও, বিভিন্ন রূপে দেখা যাবে জি বাংলার নারী বাহিনীকে। অর্থাৎ বিভিন্ন ধারাবাহিকের নায়িকারা এবার টেলিভিশনের মহালয়ার পর্দায়। দেখে নিন কে কোন রূপে থাকছেন।


হাতা-খুন্তি নিয়ে দুর্গতদের রেঁধে ডিম-ভাত খাওয়ালেন লাভলি

রান্না করে বানভাসি এলাকার মানুষদের খাওয়ার ব্যবস্থা করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক-অভিনেত্রী লাভলি মৈত্র (Sonarpur Dakshin TMC MLA Lovely Maitra)।


হল না ঢাকাই ছবিতে মুখ দেখানো! বাদ সানি

ঠিক দু'বছর আগের ঘটনা। সালটা ২০১৯, মাস অগাস্ট। শোনা গিয়েছিল এবার বাংলাদেশি সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। ‘বিক্ষোভ’ নামের একটি চলচ্চিত্রের আইটেম গানে নাচবেন তিনি। ‘বিক্ষোভ’ মুক্তির জন্য তৈরি হয়ে গিয়েছে। তবে তাতে দেখা যাবে না সানিকে।

Advertisement


অরিন্দমের পরিচালনায় ফেলুদা পরম, তোপসে ঋতব্রত

ফের একবার ফেলুদার জুতোয় পা গলাবেন পরম। তবে তাঁর পর্দার সহকারী পাল্টে যাচ্ছে। আড্ডাটাইমসের ওয়েব সিরিজে তোপসের ভূমিকায় ছিলেন ঋদ্ধি সেন (Riddhi Sen)। এ বার দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee)। অরিন্দম শীলের (Arindam Sil) পরিচালনায় নতুন ওয়েব সিরিজের কাজ শীঘ্রই শুরু হবে। ওয়েবের পর্দায় দুই 'ব্রত'কে (পরম এবং ঋত) কতটা মনে দর্শকের তা সময় বলবে।


 নতুন হেয়ারস্টাইলে পরের ছবির জন্য তৈরি দেব

পরবর্তী ছবির জন্য লুক পাল্টে ফেলছেন অভিনেতা সাংসদ দেব (Dev). সোশাল মিডিয়ায় তারই এক ঝলক প্রকাশ করলেন তিনি। তবে তাঁর মুখের আদল কতটা পরিবর্তন হচ্ছে তা জানার জন্য দর্শকদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। শুধুমাত্র মাথার পিছন দিকের একটি ছবি আপলোড করেছেন টলিউড সুপারস্টার।


সৌরভ থেকে কপিল, বড় পর্দার ফুটবে যাঁদের জীবনী

আগামী দিনে কাল্পনিক গল্প ছাড়াও বাস্তব জীবনের আইডলদের অনেক গল্প বড় পর্দায় দেখা যাবে। এই চলচ্চিত্রগুলির বেশিরভাগই ক্রীড়া ব্যক্তিত্বের বায়োপিক। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে টেনিস কিংবদন্তি মহেশ ভূপতি এবং লিয়েন্ডার পেজের বিজয়ী শট পর্যন্ত, দর্শকরা বায়োপিকের মাধ্যমে এই দুর্দান্ত খেলোয়াড়দের সেরা কিছু মুহূর্তকে উপভোগ করতে পারবেন।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement