scorecardresearch
 
Advertisement
বলিউড

Biopic: সৌরভ থেকে কপিল, বড় পর্দার ফুটে উঠবে যাঁদের জীবনী

Biopic: সৌরভ থেকে কপিল, বড় পর্দার ফুটে উঠবে যাঁদের জীবনী
  • 1/8

আগামী দিনে কাল্পনিক গল্প ছাড়াও বাস্তব জীবনের আইডলদের অনেক গল্প বড় পর্দায় দেখা যাবে। এই চলচ্চিত্রগুলির বেশিরভাগই ক্রীড়া ব্যক্তিত্বের বায়োপিক। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে টেনিস কিংবদন্তি মহেশ ভূপতি এবং লিয়েন্ডার পেজের বিজয়ী শট পর্যন্ত, দর্শকরা বায়োপিকের মাধ্যমে এই দুর্দান্ত খেলোয়াড়দের সেরা কিছু মুহূর্তকে উপভোগ করতে পারবেন।

কপিল দেব (83)
  • 2/8

কপিল দেব (83)

১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের উপর ভিত্তি করে 83 চলচ্চিত্রটি বহুল প্রতীক্ষিত। কবির খান পরিচালিত এই ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং। ছবির পোস্টারে রণবীর সিংকে কপিলের হুবহু চেহারায় চিনতে কষ্ট হচ্ছে। কপিল দেব ছাড়াও এই ছবিটি বিশ্বকাপের সব বড় খেলোয়াড়ের গল্প বলবে।

পিভি সিন্ধু
  • 3/8

পিভি সিন্ধু

সম্প্রতি, দীপিকা পাড়ুকোনকে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর সঙ্গে একটি ম্যাচ খেলতে দেখা গেছে। দুজনেই তাদের ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। এর আগেও, দুজনকেই ডিনারে দেখা গিয়েছিল। পিভি সিন্ধু প্রথম ভারতীয় মহিলা যিনি একা দুটি অলিম্পিক পদক জিতেছেন। দীপিকা অভিনেত্রী হওয়ার আগে ন্যাশনাল লেভেল ব্যাডমিন্টন খেলোয়াড়ও ছিলেন, কিন্তু এখন হঠাৎ ভক্তরা পিভি সিন্ধুর সঙ্গে তাঁর খেলায় ফিরে আসা দেখে বিস্মিত। জল্পনা চলছে যে দীপিকা পাড়ুকোন সম্ভবত পিভি সিন্ধুর বায়োপিকে কাজ করবেন।

Advertisement
লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতি
  • 4/8

লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতি

লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি টেনিসের দুর্দান্ত খেলোয়াড়। এই দুজন টেনিস জগতের এমন দুটি নাম যাঁরা যুগ যুগ ধরে টেনিস খেলোয়াড়দের উৎসাহিত করবেন। লিয়েন্ডার ও মহেশের বায়োপিক তৈরি। ওয়েব সিরিজের নাম 'ব্রোম্যান্স টু ব্রেকআপ: দ্য আনটোল্ড স্টোরি অফ পেজ অ্যান্ড ভূপতি'। পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং নীতেশ তিওয়ারি এই সিরিজ তৈরির দায়িত্ব নিয়েছেন।

লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতি
  • 5/8

মহেশ ভূপতি এবং লিয়েন্ডার পেস ডাবলসে দেশের হয়ে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তাদের জুটি একসময় বিশ্বজয়ী জুটি ছিল। কিন্তু পরবর্তীতে তাদের জুটি ভেঙে যায়, কিন্তু সিঙ্গেলসেও, মহেশ এবং লিয়েন্ডারের জঘন্য ইনিংসটি যে কোনো খেলোয়াড়ের পক্ষে কাঁটা হয়ে দাঁড়ায়। এই সাত পর্বের সিরিজটি ১ অক্টোবর জি 5-এ মুক্তি পাবে।

মিতালি রাজ
  • 6/8

মিতালি রাজ

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিকও শীঘ্রই আসছে। তাপসী পান্নু দীর্ঘদিন ধরে এই ছবির জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। মিতালিকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ কাজ নয়। এই কারণেই তাপসী মিতালির চরিত্রে অভিনয়ের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করেছেন। ছবিটি প্রথমে রাহুল ঢোলাকিয়া পরিচালনা করছিলেন। পরবর্তীতে এই দায়িত্ব সৃজিত মুখোপাধ্যায়কে দেওয়া হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায়
  • 7/8

সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক এবং মহান খেলোয়াড় সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর একটি বায়োপিকের ঘোষণা করা হয়েছে। এই ছবিটি লব ফিল্মসের ব্যানারে তৈরি হবে। সৌরভও তাঁর বায়োপিকের জন্য আগ্রহী এবং তিনি টুইট করে জানিয়েছিলেন, 'ক্রিকেট আমার জীবন। এটি আমার মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস এবং ক্ষমতা দিয়েছে। একটি যাত্রা যা অবশ্যই দেখা উচিত। লব ফিল্মস আমার যাত্রায় একটি বায়োপিক প্রযোজনা করবে এবং এটি বড় পর্দায় জীবন্ত করে তুলবে বলে রোমাঞ্চিত।' বড় পর্দায় সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটাই দেখার বিষয়।

Advertisement
সাইনা
  • 8/8

সাইনা

চলতি বছর মার্চে আর এক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালের বায়োপিক মুক্তি পেয়েছিল। সাইনার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী পরিনীতি চোপড়া। ছবির জন্য তাঁকে সাইনার ম্যানারিজমও রপ্ত করতে হয়েছিল।

Advertisement