Advertisement

অপরাধ

Ballygunge Car on Trainline : গুগল ম্যাপে 'ভুল', মত্ত চালকের গাড়ি উঠল রেললাইনে, বালিগঞ্জ তোলপাড়

রাজেশ সাহা
  • কলকাতা,
  • 30 Jan 2022,
  • Updated 2:07 PM IST
Ballygunge car rams on trainline driver claims google maps shows that abk one
  • 1/11

Ballygunge Car Rams on Trainline: বালিগঞ্জে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। রেললাইনে উঠে গেল চারচাকা গাড়ি। অভিযোগ চালক ছিল মত্ত। তার দাবি, গুগল ম্যাপে ভুল নেভিগেশনের ফলেই রেল লাইনে গাড়ি।

আরও পড়ুন: তেতোর অনেক গুণ, হিসেব মতো না খেলেই ভয়ঙ্কর বিপদ

  • 2/11

বালিগঞ্জ স্টেশনে রেল লাইনে উঠে গেল ৪ চাকার গাড়ি। শনিবার রাত দশটা পনেরো নাগাদ বালিগঞ্জ স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের পাশে মালগাড়ি যাওয়ার রেল ট্রাকের ওপর গাড়ি উঠে যায়।

আরও পড়ুন: এক চার্জেই কলকাতা থেকে গঙ্গাসাগর, কামাল মহিন্দ্রা Treo-র

  • 3/11

সেটা মালগাড়ি যাওয়ার লাইন। সেখান থেকে লোকাল ট্রেন চলে না।

আরও পড়ুন: শিশুকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে নজর দিন এই ৫ দিকে, চনমনে থাকবে সন্তান

  • 4/11

তাই বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলে মনে করা হচ্ছে। না হলে কী হতে পারত বেবেই শিউরে উঠছেন অনেকে।

আরও পড়ুন: ভারতে রোজ ২২৯ ব্যাঙ্কিং ফ্রড, ৭ বছরে উধাও ৬ লক্ষ কোটি টাকা, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত?

  • 5/11

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বাড়িতে মোট তিনজন যুবক মত্ত অবস্থায় ছিল। গাড়ির ভেতরে মদের বোতল উদ্ধার হয়েছে। 

আরও পড়ুন: ইকো-পার্ক-চিড়িয়াখানা ৩০, জাদুঘর ৫০, বাকি জায়গায় খরচ কেমন?

 

  • 6/11

তিনজনকে আটক করে নিয়ে যায় বালিগঞ্জ জিআরপি। এই ঘটনায় গাড়ির মত্ত চালককে গ্রেফতার করেছে বালিগঞ্জ জিআরপি।

আরও পড়ুন: বড়দিন থেকে বাড়ছে মেট্রোর সংখ্য়া, ভিড় সামলাতে এই ব্য়বস্থা

  • 7/11

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, গুগল ম্যাপে ভুল নেভিগেশন দেখানোই তিনি রেললাইনের উপর গাড়ি তুলে দিয়েছিলেন।

 

  • 8/11

ধৃতের দাবি, গুগল ম্যাপ যেমন যেমন দেখিয়েছে তিনি ঠিক তেমনভাবেই গাড়ি চালিয়েছেন, এর ফলে একসময় রেললাইনের ওপর গাড়ির চাকা উঠে যায়। প্রচুর মদ খেয়ে থাকায় রেললাইনের ওপর থেকে আর গাড়ি তিনি নামাতে পারেননি। যার ফলে এই বিপত্তি ঘটে। 

  • 9/11

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আয়ুশ পাল। কলকাতা আনন্দপুর থানা এলাকার বাসিন্দা সে। 

 

  • 10/11

এই ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। প্রচন্ড শব্দ পেয়ে সেখানে জড়ো হন আশাপাশের মানুষ।

  • 11/11

তারাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। ততক্ষণে চলে এসেছে পুলিশ। সবাইকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement
Advertisement