Advertisement

ধর্ম

Saraswati Puja 2022 : সরস্বতী পুজোয় জমজমাট থিমের লড়াই, সেজে উঠছে মগরা

ভোলানাথ সাহা
  • মগরা,
  • 02 Feb 2022,
  • Updated 8:35 PM IST
  • 1/12

Saraswati Puja 2022: হুগলিতে পাড়ায় পাড়ায় চলছে দেবী সরস্বতী (Saraswati Puja)-কে স্বাগত জানানোর জন্য শেষ লগ্নের প্রস্তুতি। মহামারী কোভিডের রেশ কাটিয়ে এখন চলছে সরস্বতী পুজো (Saraswati Puja)-র শেষ লগ্নের সাজগোজ।

আরও পড়ুন: ১৮ মাসে ১৩৫ কেজি ঝরিয়ে এখন মিক্সড মার্শাল আর্ট ফাইটার!

  • 2/12

রাজ্য সরকার তরফ থেকে বৃহস্পতিবার থেকে স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণার পর স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা দেবী সরস্বতী (Saraswati Puja)-কে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন: বাড়ির ছাদে ভুল করেও নয় এই জিনিসগুলো, দেবীলক্ষ্মী রুষ্ট হতে পারেন
 

  • 3/12

এমনই একটি চিত্র ধরা পরল মগরা বাগাটি এলাকায় আয়োজিত সরস্বতী পুজো (Saraswati Puja)-য়। এ বছর ৫১তম বর্ষে পদার্পণ করতে চলেছে। 

আরও পড়ুন: পাকিস্তানের GDP-র থেকে বেশি সম্পদ রয়েছে এলআইসি-র, আসছে IPO

  • 4/12

এবার তাদের থিম সৃষ্টি এখানে বাঁশ,কাঠ, সুতো, ফাইবার, ফোম সহ বিভিন্ন জিনিস দিয়ে দিনরাত ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ। 

আরও পড়ুন:  বাগানে মেহগনি লাগিয়ে কয়েক বছরে হয়ে যান কোটিপতি, জানুন কীভাবে

  • 5/12

থাকছে বিভিন্ন ধরনের আলো। কোভিড বিধি মেনে পুজো (Saraswati Puja)-র আয়োজন করা হচ্ছে। পুজো (Saraswati Puja) কমিটি তরফ থেকে জানানো হয়েছে বিগত বছর মহামারী করোনা আবহে তারা তেমনভাবে মা সরস্বতী আরাধনা করতে পারেননি। কিন্তু এ বছর সরকারের পক্ষ থেকে কোভিড বিধি শিথিল করে দেওয়ার জন্য বিগত বছরের মত এবারও আনন্দ-উল্লাসের সঙ্গে সরস্বতী পুজো (Saraswati Puja) আয়োজিত করতে চলেছেন।

আরও পড়ুন: প্রথম মহাকাশযাত্রায় নিরাপদ Jeff Bezos? অটোমেটিক লঞ্চে প্রশ্ন!

  • 6/12

দিল্লির বিখ্যাত লক্ষ্মীনারায়ণ মন্দির দেখা যাবে এ বছর হুগলি জেলার সরস্বতী পুজোয়। কলকাতার দুর্গাপুজা (Durga Puja), চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো হুগলি জেলায় বিভিন্ন পুজো কমিটিগুলোর মধ্যে চলছে থিমের লড়াই। 

আরও পড়ুন: Google Maps-এর এই ফিচার ধরিয়ে দিল ইটালির মাফিয়াকে, বিশ সাল বাদ

  • 7/12

হুগলি জেলার পান্ডুয়া বা আদি সপ্তগ্রামের এর কালীপুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মতোই মগরা সরস্বতী পুজোর সুনাম রয়েছে। 

 

  • 8/12

মগরা জয়পুরের সবুজ সংঘের সরস্বতী পুজো (Saraswati Puja) এ বছর ৮৮ তম বর্ষে পদার্পণ করতে চলেছে এবার তাদের থিম দিল্লির লক্ষ্মীনারায়ণের আদলে এখানে সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হচ্ছে।

  • 9/12

বাঁশ-কাঠ সহ বিভিন্ন ধরনের ফলের বীজ দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে। দিন রাত ধরে চলছে সেই মন্ডপ তৈরির কাজ। 

 

  • 10/12

হুগলির মগরার সরস্বতী পুজো (Saraswati Puja)-র সুনাম রয়েছে এখানে বেশ কিছু বিগ বাজেটের পুজো হয়। মগরা কোলা বান্ধব সম্মিলনী ক্লাবের সরস্বতী পুজো এবছর ১০৩তম বর্ষে পদার্পণ করতে চলেছে।

  • 11/12

এবার তাদের থিম সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া। ছোট-বড় বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে সুন্দর একটি মণ্ডপ।

  • 12/12

সব মিলিয়ে জমজমাট হুগিলর মগরার সরস্বতী পুজোর আয়োজন।

Advertisement
Advertisement