Advertisement

অর্থনীতি

Venus Remedies: মাত্র ১০ মাসে ৩ গুন রিটার্ন, ১০ হাজার টাকা বেড়ে ৩০ হাজার টাকা!

Aajtak Bangla
  • 19 Oct 2021,
  • Updated 7:50 PM IST
  • 1/6

ব্যাঙ্ক বা পোস্ট অফিসে টাকা জমিয়ে তার উপর পাওয়া সামান্য সুদে একটু একটু করে সঞ্চয় বাড়াতে চাওয়া মানুষের সংখ্যাটাই বেশি। তবে টাকা কোথাও বিনিয়োগ করে বাড়তি সুদে খাটানোর ঝুঁকি নিতে চান না অধিকাংশ মধ্যবিত্ত।

  • 2/6

লোকসানের ভয়ে বাড়তি সুদের আশা করেন না অধিকাংশ আম জনতা। তবে যদি এক বছরে ২৮০ শতাংশ রিটার্ন পেতে চান তাহলে বিনিয়োগ করতে পারেন ভেনাস রেমেডিস (Venus Remedies)-এর শেয়ারে।

  • 3/6

বিগত এক বছরে এই শেয়ারের দর এক লাফে ২৮০ শতাংশ বেড়েছে। মাত্র ১০ মাসে ৩ গুন বেড়েছে ভেনাস রেমেডিস (Venus Remedies)-এর শেয়ার দর। জানুয়ারি মাসেই এই সংস্থার শেয়ারের দর ছিল ১৬৫ টাকা যা বর্তমানে বেড়ে হয়েছে ৪৯৫ টাকা!

  • 4/6

মাল্টি ব্যাগার এই স্টক গত বছরে ১৩০ টাকা থেকে বেড়ে ৪৯৫ টাকা হয়েছে। এই সময়ের মধ্যে ভেনাস রেমেডিস (Venus Remedies)-এর শেয়ার প্রায় ২৮০ শতাংশ বেড়েছে।

  • 5/6

যে বিনিয়োগকারীরা এক বছর আগে এই ফার্মা কোম্পানির স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, তাদের মূলধন এখন বেড়ে হয়েছে ৩ লক্ষ ৮০ হাজার টাকা হয়ে গিয়েছে।

  • 6/6

এই বছরের জুনে, ভেনাস রেমিডিস প্যারাসিটামল ওষুধের পেটেন্ট অধিকারের বিষয়ে ফরাসি কোম্পানি এসসিআর ফার্মাটপের বিরুদ্ধে ১০ বছরের দীর্ঘ লড়াইয়ে জয়ী হয়েছিল। হিমাচল প্রদেশের ভেনাস রেমেডিস বিশ্বের অন্যতম প্রধান প্যারাসিটামল ইনজেকশন প্রস্তুতকারক সংস্থা।

Advertisement
Advertisement