Advertisement

অর্থনীতি

Ajker Petrol, Diesel Dam: ফের বাড়ল ব্রেন্ট ক্রুডের দর! আজ পেট্রোল-ডিজেলের দাম কত?

Aajtak Bangla
  • 14 Apr 2022,
  • Updated 10:34 AM IST
  • 1/10

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে। ফের ২.৭২ শতাংশ বেড়েছে অপরিশোধিত (ব্রেন্ট ক্রুড) তেলের দর। ব্রেন্ট ক্রুডের দর বেড়ে এখন ব্যারেল প্রতি প্রায় ১০২ ডলার ছুঁয়েছে।

  • 2/10

এদিকে দেশে পেট্রোল, ডিজেলের উপর থেকে শুল্ক কমানোর জন্য পেট্রোলিয়মমন্ত্রক আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে। এই আলোচনার ইতিবাচক ফলাফলের আশায় মুখিয়ে রয়েছে গোটা দেশ। কারণ, গত ৩ সপ্তাহে পেট্রোল, ডিজেলের দাম লিটারে প্রায় ১০ টাকা করে বেড়ে গিয়েছে।

  • 3/10

বৃহস্পতিবার IOCL সিএনজি, পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। আজও অপরিবর্তিতই রয়েছে পেট্রোল, ডিজেলের দাম। এই নিয়ে টানা ৮ দিন দেশের বাজারে পেট্রোল, ডিজেলের দর স্থিতিশীল রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৬৭ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১২০ টাকা ৫১ পয়সা আর ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা। 

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা ১২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৯ টাকা ৮৩ পয়সা।

  • 7/10

বৃহস্পতিবার চেন্নাইতে পেট্রোলের দাম ১১০ টাকা ৮৫ পয়সা আর ডিজেলের দাম ১০০ টাকা ৯৪ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও লখনউতে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৬ টাকা ৮৩ পয়সা।

  • 9/10

রাঁচিতে বৃহস্পতিবার পেট্রোল প্রতি লিটারে ১০৮ টাকা ৭১ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০২ পয়সা।

  • 10/10

আহমেদাবাদে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৫ টাকা ০৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৯ টাকা ৪৩ পয়সা।

Advertisement
Advertisement