Advertisement

শিক্ষা-দীক্ষা

Visva-Bharati University Basanta Utsab and Bangla Naba Barsho : বসন্ত উৎসবে মাতোয়ারা হবে বিশ্বভারতী, সঙ্গে বর্ষবরণও; কবে?

ভাস্কর মুখোপাধ্যায়
  • শান্তিনিকেতন,
  • 09 Apr 2022,
  • Updated 5:02 PM IST
  • 1/14

Visva-Bharati University Basanta Utsab and Bangla Naba Barsho: বসন্ত উৎসব হতে চলেছে বিশ্বভারতীতে বিশ্ববিদ্যালয়ে। হবে বর্ষবরণ অনুষ্ঠানও। নিজেদের মত করে বসন্ত উৎসব করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বর্ষবরণ অনুষ্ঠানের আগের দিন বসন্ত উৎসব হবে। 

  • 2/14

দোলের দিন বসন্ত উৎসব না করে এই নিয়ে পরপর দু'বছর দোলের দিন বসন্ত উৎসব হওয়ার দীর্ঘ দিনের রীতি ভাঙলেও বসন্ত উৎসবের সব রীতি মেনেই অনুষ্ঠান করতে চলেছে কর্তৃপক্ষ। 

  • 3/14

গৌর প্রাঙ্গনে এই অনুষ্ঠান হতে চলেছে। বসন্ত উৎসবের সূচনা। 'খোল দ্বার খোল' গানের সঙ্গে সঙ্গে শোভাযাত্রা সবই হবে কিন্তু ঘরোয়া ভাবে। 

  • 4/14

এমনকী ওই দিন প্রথা মেনে সন্ধেবেলা থাকবে নাটক। পয়লা বৈশাখের দিন হবে বর্ষবরণের অনুষ্ঠানও। 

  • 5/14

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, দোলের দিন বসন্ত উৎসব করবে না, বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ছাত্র আন্দোলনের জন্য দিন ঠিক করেও বসন্ত উৎসব আয়োজন থেকে পিছিয়ে আসেন।

  • 6/14

যা নিয়ে চূড়ান্ত সমালোচনার মধ্যে পড়েন কর্তৃপক্ষ। আশ্রমিক থেকে প্রাক্তনী প্রত্যেকে অভিযোগ করে ছিল বিশ্বভারতীর ঐতিহ্য এবং সংস্কৃতি ধ্বংস করে দিতে চাইছেন তাঁরা। 

  • 7/14

এমনকী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকও এই বিষয়টি ভাল ভাবে নেয়নি। তার পরেই বসন্ত উৎসব করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।   

আরও পড়ুন: বিশ্বভারতীর পাঠভবন-শিক্ষাসত্রের সিলেবাসে কাটছাঁটের সিদ্ধান্ত বদল, ক্ষুব্ধ পড়ুয়ারা

  • 8/14

প্রসঙ্গত, ১৯০৭ সালে শ্রীপঞ্চমীর বা বসন্তপঞ্চমীর দিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর ঋতু উৎসবের সূচনা করে ছিলেন। অনুষ্ঠান হয়ে ছিল প্রাককুটিরে, আজ যা শমীন্দ্র পাঠাগার। 

  • 9/14

ধরে নেওয়া হয় ঋতু উৎসবের মধ্যে দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়ে ছিল। প্রথম দিকে আম্রকুঞ্জে বসন্ত উৎসব অনুষ্ঠিত হত। ভিড় বাড়লে তা সরিয়ে নিয়ে আসা হয় আশ্রম মাঠে। 

  • 10/14

কিন্তু ২০১৮ সালে বসন্ত উৎসবে  ২ লক্ষের বেশি মানুষ ভিড় হয়ে ছিল। এর ফলে বসন্ত উৎসব শেষ হতেই বিশ্বভারতীর বিভিন্ন রাস্তা অররুদ্ধ হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা মানুষ আটকে ছিলেন। পদপৃষ্ট হওয়ার আশঙ্কা ছিল। 

  • 11/14

তার পরই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, বসন্ত উৎসবের দিন পরিবর্তন করা হবে। ২০২১ সালে বিশ্বভারতী নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করে।

  • 12/14

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বিশ্বভারতীর গৌরপ্রাঙ্গণে হবে এই বসন্ত উৎসবের আয়োজন। পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানের আগের দিনই পালিত হবে বসন্ত উৎসব। 

আরও পড়ুন: হাতে এই ৩ রেখার ট্রায়াঙ্গল জানায় আপনি বড়লোক হবেন কিনা, দেখুন নিজের হাত

আরও পড়ুন: ৫ মিনিটেই হয়ে যান শেয়ারবাজার এক্সপার্ট, কীভাবে?

  • 13/14

বিশ্বভারতীর সঙ্গীত ভবনে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এই অনুষ্ঠানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

  • 14/14

বিশ্বভারতীর কর্মী পরিষদের পক্ষে কিশোর ভট্টাচার্য বলেন, বসন্ত উৎসব হবে বসন্ত শেষ হওয়ার আগেই। আলোচনা চলছে। এই বিষয়ে এই মূহর্তে এর বেশি কিছু বলা যাবে না।

Advertisement
Advertisement