Advertisement

শিক্ষা-দীক্ষা

Visva-Bharati University on Music Therapy : উপাচার্যকে কটূক্তি, মিউজিক থেরাপি নিয়ে গুচ্ছ বিধিনিষেধ বিশ্বভারতীর

ভাস্কর মুখোপাধ্যায়
  • শান্তিনিকেতন,
  • 15 Jan 2022,
  • Updated 7:29 PM IST
  • 1/10

Visva-Bharati University on Music Therapy: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)-এর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কটূক্তি করা হয়েছিল বলে অভিযোগ। আর এর জের। 'মিউজিক থেরাপি' অনুষ্ঠানে যোগ দিতে একাধিক নিষেধাজ্ঞা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন: বাঁদরদের জন্য গাছ লাগানো বিশেষ ব্রিজ, আরামে করবে রাস্তা পার

  • 2/10

এবার 'মিউজিক থেরাপি' (Music Therapy) অনুষ্ঠান শুনতে বা দেখতে যোগ দিতে হলে বিশ্বভারতী (Visva-Bharati University)-র দেওয়া মেল আইডি দিয়ে। যাঁরা যোগ দেবেন, প্রথমে তাঁদের পরিচয় নিশ্চিত করতে হবে। বিশ্বভারতী চাইলে যে কোনও শ্রোতাকে অনুষ্ঠান থেকে বের করে দিতে পারে। এর ফলে যাঁরা বিশ্বভারতী (Visva-Bharati University)-র সঙ্গে যুক্ত এবার একমাত্র তাঁরাই এই অনুষ্ঠানে যোগ দিতে পারবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: নলেন গুড় হুড়মুড়িয়ে ওজন কমিয়ে দেয়? বিশেষজ্ঞরা বলছেন...

  • 3/10

করোনার সময় মানুষ এখন ঘরবন্দি। সেই সব মানুষদের কথা ভেবে  বিশ্বভারতী (Visva-Bharati University) কর্তৃপক্ষ 'মিউজিক থেরাপি' অনুষ্ঠান শুরু করে। বিশ্বভারতী (Visva-Bharati University)-র সঙ্গীত ভবন মিউজিক থেরাপির অনলাইন অনুষ্ঠান করে।

আরও পড়ুন: সরকারি বাসে ২০ তাজা বোমা, একটু এদিক-ওদিক হলেই...

  • 4/10

প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে সন্ধেবেলায় এই অনুষ্ঠানে বিশ্বভারতীর আধিকারিক, কর্মীদের পাশাপাশি বাইরের সাধারণ মানুষ এই অনুষ্ঠানের লিঙ্ক ক্লিক করে অংশ নিতে পারে। 

আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে চাকরির দারুণ সুযোগ, রইল আবেদনের বিস্তারিত তথ্য

  • 5/10

অভিযোগ, সেই রকম একটি অনুষ্ঠান চলাকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে উদ্দেশ্যে কটূক্তি করা হয়। একজন শ্রোতা তাঁর নাম গোপন রেখে এই কাজ করে। পরে তাঁকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

আরও পড়ুন: প্লেনে এয়ারহোস্টেসের সে কী নাচ! ভিডিও VIRAL, তুমুল প্রশংসা

  • 6/10

যা নিয়ে বিশ্বভারতী (Visva-Bharati University)-তে চূড়ান্ত বিতর্ক দেখা দেয়। অভিযোগ ওঠে, উপাচার্যকে হেনস্থা করার জন্য পরিকল্পিত ভাবে এই কাজ করা হয়েছে।

আরও পড়ুন: বাংলা-বাঙালির দুর্গাপুজো UNESCO-র হেরিটেজ তালিকায়, উচ্ছ্বাস

  • 7/10

এদিকে, এই ধরনের অপ্রাসঙ্গিক ঘটনা আটকাতে মিউজিক থেরাপি এবং যোগা থেরাপি অনুষ্ঠান অনলেইনে শুনতে বা দেখতে চাইলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। সে জন্য কর্তৃপক্ষ নয়া নির্দেশিকা লেখা একটি বিজ্ঞপ্তি দিয়েছে। 

 

  • 8/10

সেখানে উল্ল্যখ করা হয়েছে বিশ্বভারতী (Visva-Bharati University) পরিবারের সদস্যরা বিশ্বভারতী নির্দিষ্ট ই-মেল দিয়ে যোগ দিতে পারবে। অন্য কোনও মেল আইডি থেকে যোগ দেওয়া যাবে না।
 

  • 9/10

অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ মিনিট আগে শ্রোতাদের ভিডিও আনমিউট করতে বলা হবে। একই ভাবে তাদের নিজেদের নাম উল্লেখ করে অনুষ্ঠানে যোগ দিতে হবে। যাঁরা নিয়ম মেনে অনুষ্ঠানে যোগ দেবেন না প্রয়োজনে তাঁদের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হবে। 

 

  • 10/10

এই বিষয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)-এর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিককে ফোন করলে তিনি ফোন ধরেননি।

Advertisement
Advertisement