Advertisement

আসাম বিধানসভা নির্বাচন

"কংগ্রেস ক্ষমতায় এলে অসমে CAA নয়", সাফ জানালেন রাহুল

Aajtak Bangla
  • অসম,
  • 19 Mar 2021,
  • Updated 6:25 PM IST
  • 1/6

ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) যাতে অসমে লাগু করা না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। অসমে (Assam) নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। 

  • 2/6

পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যেই প্রচারে যান রাহুল। 

  • 3/6

আপার অসমে ডিব্রুগড় জেলার লাহওয়ালে কলেজ পড়ুয়াদের সঙ্গে কথপোকথনের সময় রাহুল বলেন, "যদি কংগ্রেস অসমে ক্ষমতায় আসে, তবে রাজ্যে সিএএ লাগু রুখে দেওয়া হবে।"

  • 4/6

এদিন রাহুলের গলায় দেখা যায় অসমের ঐতিহ্যবাহী গামছা। সেই গামছায় বিশেষ নকশার মাধ্যমে 'নো সিএএ' বার্তাও দেওয়া হয়। 

  • 5/6

অন্যদিকে চা শ্রমিকদের নিয়ে আয়োজিত সভাতেও এদিন অংশ নেন রাহুল গান্ধী।

  • 6/6

প্রসঙ্গত এবারে নির্বাচনে অসমের অন্যতম ইস্যু এনআরসি ও সিএএ। 

Advertisement
Advertisement