Advertisement

নির্বাচন

Shitalkuchi Firing: শীতলকুচির ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভ- প্রতিবাদ তৃণমূলের!

জয়দীপ বাগ
  • কলকাতা,
  • 11 Apr 2021,
  • Updated 6:13 PM IST
Shitalkuchi Firing Protest শীতলকুচি
  • 1/7

শনিবার চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার যুবকের মৃত্যুকে ঘিরে এখন উত্তার রাজ্য রাজনীতি। গুলির আঘাতে রবিবার সকালে মৃত্যু হয় আর এক জনের। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। 
 

  • 2/7

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে পথে নামল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার, দার্জিলিং জেলা তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ির বাঘাযতিন পার্ক থেকে একটি মিছিল শুরু হয়। 

  • 3/7

এই মিছিল হিলকার্ট রোড পরিক্রমা করে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়। 

  • 4/7

আজকের দিনটিকে ব্ল্যাক ডে বলে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তাই রবিবার কালো ব্যাজ পরে মিছিলে হাঁটেন তৃণমূল কর্মী সমর্থকেরা।  এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান দার্জিলিং জেলা তৃণমুলের জেলা সভাপতি রঞ্জন সরকার ও তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।
 

  • 5/7

শীতলকুচি ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক তথা এবারের কংগ্রেসের প্রার্থী মনোজ চক্রবর্তী।

  • 6/7

শনিবারের  ঘটনার প্রতিবাদে হুগলি জেলায় তৃণমূল কংগ্রেস আয়োজন করে এক মৌন মিছিলের।
 

  • 7/7

 এই মৌন মিছিলে ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এবারের পুরসুরা কেন্দ্রের প্রার্থী দিলীপ যাদব এবং অন্যান্য প্রবীণ নেতারা।
 

Advertisement
Advertisement