Advertisement

নির্বাচন

BJP Trailing: পিছিয়ে রয়েছেন এই BJP-তারকা প্রার্থীরা! দেখে নিন এক নজরে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2021,
  • Updated 2:31 PM IST
  • 1/13

মসনদে বসবে কে তা নিয়ে প্রায় গত দেড় মাসের প্রচার ও হাড্ডা হাড্ডা লড়াইয়ের পর আজ নির্বাচনী ফলাফল। বলা চলে মার্কসিটে কে কত বেশি নম্বর পাচ্ছেন তা কয়েক রাউন্ডের গণনা অনুযায়ী কিছুটা বোঝা যাচ্ছে। পশ্চিমবাংলায় নির্বাচনের (Bengal Election 2021)  আগেই একের পর তারকারা যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে।

  • 2/13

গেরুয়া ও জোড়া ফুল শিবিরে যেন কার্যত দড়ি টানাটানি চলেছে টলি পাড়ার তারকার নিয়ে। কার দলে কত বেশি গ্ল্যামার, তা হয়ে উঠেছে এইবারের রাজ্য নির্বাচনের  মূলমন্ত্র। ভোটে বিজেপি-তে নাম লিখিয়েছিলেন বহু তৃণমূল- কংগ্রেসের সমর্থক তারকারা। তাঁদের মুখে শোনা গেছে 'সোনার বাংলা'-গড়ার কথা।  এক নজরে দেখে নেওয়া যাক, বিজেপি-র কোন তারকা প্রার্থীরা পিছিয়ে রয়েছেন।

  • 3/13

বেহালার পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থথী অভিনেত্রী পায়েল সরকার পিছিয়ে রয়েছেন। 

  • 4/13

বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও পিছিয়ে রয়েছেন। 

  • 5/13

বরাহনগরে পিছিয়ে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র।  

  • 6/13

চণ্ডীতলায় পিছিয়ে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। 
 

  • 7/13

শ্যামপুর কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। 

  • 8/13

 টালিগঞ্জ কেন্দ্রে বাবুল সুপ্রিয়কে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। 

  • 9/13

প্রথম কয়েক রাউন্ডের গণনায় পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। 
 

  • 10/13

বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। 

  • 11/13

 পিছিয়ে রয়েছেন সোনারপুর দক্ষিণের প্রার্থী, অভিনেত্রী অঞ্জনা বসু।  

  • 12/13

অন্যদিকে পিছিয়ে রয়েছেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ।

  • 13/13

যদিও বাকি আছে আরও অনেক রাউন্ড গণনা। শেষ পর্যন্ত কে হাসবে জয়ের হাসি তা জানা যাবে সময়ে। 

Advertisement
Advertisement