Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল? রাহুল সিনহার FB পোস্ট ঘিরে বিতর্ক

Aajtak Bangla
  • 14 Apr 2021,
  • Updated 2:41 PM IST
  • 1/8

মঙ্গলবার বেলার দিকে রাহুল সিনহার প্রচারের উপর ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তার মেয়াদ শেষ হওয়ার কথা বৃহস্পতিবার। কিন্তু বিজেপি নেতা রাহুল সিনহার সোশ্যাল মিডিয়ার পেজে চোখ রাখলে বোঝারই উপায় নেই তার প্রচার ব্যান করেছে কমিশন।

  • 2/8

এই কপি লেখার সময়ে দেখা যাচ্ছে ৭ ঘণ্টা আগে একটি পোস্ট করেছে রাহুল সিনহা। সেখানে দলের হয়ে প্রচার করছেন তিনি।
 

  • 3/8

তবে সেখান লেখা রয়েছে ফাইল ছবি। তবে এতেও থামছে না বিতর্ক। নির্বাচন কমিশন রাহুল সিনহাকে ৪৮ ঘণ্টা প্রচারের উপর ব্যান করেছে। তাহলে প্রশ্ন উঠছে, তবে ফাইলছবি ক্যাপশন অনুযায়ী পুরনো ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া তাহলে এই সময়ে তিনি প্রচার চালাচ্ছেন কেন।
 

  • 4/8

রাহুল সিনহা এদিন আরও দুটি পোস্ট করেন। সেখানে একটিতে লেখেন, আজ বাজারে গিয়ে আজ বাজার করলাম। অপরটিকে লেখেন কৃষিকাজের চেষ্টা করছেন।

  • 5/8

তবে প্রত্যেকটিতে ক্যাপশনে একটি হ্যাশট্যাগও দেওয়া রয়েছে। যেখানে রয়েছে রাহুল সিনহা ফর হাবরা। যা একটি প্রচার চালানোর জন্য তৈরি হ্যাশট্যাগ। সেটি তিনি কী করে ব্যবহার করতে পারেন, তা ঘিরেও উঠছে প্রশ্ন।

  • 6/8

প্রসঙ্গত, শীতলকুচির ঘটনা নিয়ে একটি মন্তব্য করেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। যা ঘিরে প্রবল আপত্তি তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি। এর পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন।

  • 7/8

রাহুল সিনহাকে মঙ্গলবার বেলার দিকে তাঁর প্রচারের উপর ৪৮ ঘণ্টা নিষেধজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। ফলে বৃহস্পতিবার বেলা পর্যন্ত কোনও প্রকার নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না তিনি। কিন্তু ফেসবুক প্রোফাইল তার অন্য কথা বলছে।
 

  • 8/8

বিধানসভা নির্বাচনে হাবরা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিজেপির রাহুল সিনহা। তার বিপক্ষে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 


 

Advertisement
Advertisement