Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

এবারের বঙ্গসফরে বঙ্কিম-বিভূতি স্মরণে নাড্ডা, দিনভর কেমন কাটল BJP সভাপতির দেখুন PHOTOS

পৌলমী সাহা
  • 25 Feb 2021,
  • Updated 6:41 PM IST
  • 1/9

ভোটের আগে ফের একবার বঙ্গ সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন উত্তর চব্বিশ পরগনা জেলাজুড়ে একাধিক কর্মসূচি ছিল নাড্ডার। 
 

  • 2/9

বাংলায় সরকার গঠন করার স্বপ্ন দেখার সময় থেকেই বাঙালি মনীষীদেরকে নিয়ে বিজেপি নেতাদের প্রচার বেড়ে চলেছে৷ লোকসভা ভোটের সময়ও দেখা গিয়েছে বঙ্কিম, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দদের স্মরণ করেছেন বিজেপির নেতারা৷ বিধানসভা ভোটেও তার ব্যতিক্রম নেই৷
 

  • 3/9

রাজ্য সফরে এসে শাহ-নাড্ডাদের দেখা গিয়েছে কোনও না কোনও বাঙালি মনীষীর স্মৃতিবিজরিত স্থান দর্শন করতে৷ সেই ধারাবাহিকতা বজায় রেখে এদিন দুই বাঙালি মনীষীর ভিটে দর্শনে গেলেন বিজেপির  সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
 

  • 4/9

বুধবার সকালে হেস্টিংসে বিজেপির অফিস থেকেসোনার বাংলা প্রচার পুস্তিকা উদ্বোধন করেই নাড্ডা রওনা দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়ায়।
 

  • 5/9

 দুপুরে  নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়ায় পৌঁছন বিজেপির সর্বভারতীয় সবাপতি। ঘুরে দেখেন  বঙ্কিম ভবন ও সংগ্রহশালা। কথা বলেন ট্রাস্টি সদস্যদের সঙ্গে।  নাড্ডা বলেন, "বাংলার সঙ্গে সঙ্গে ভারতকে গৌরবান্বিত করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার জন্য তাঁকে প্রণাম জানাই।"
 

  • 6/9

বঙ্কিমভবন থেকে নাড্ডা যান গৌরীপুরে। এবার   হুকুমচাঁদ জুট মিলের কর্মী দেবনাথ যাদবের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।  মেনুতে ছিল  ভাত ও রুটি,  মুগ ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, পোস্তর বড়া, শুক্তো, এঁচোড়ের তরকারি, ফুলকপি আলুর তরকারি, মটর পনীর, আমের চাটনি। এর সঙ্গে বাংলার মিষ্টি রসগোল্লা, দই, এবং মাখা সন্দেশ।  
 

  • 7/9

দুপুরে বঙ্গিমচন্দ্রের বাড়ি দর্শনের পর বিকেলে বিজেপি সভাপতি হাজির হন  ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।  বিভূতিভূষণের সাহিত্য নিয়েই পথের পাঁচালি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। 

  • 8/9


এদিন  ব্যারাকপুরের ধোবিঘাটে মঙ্গল পাণ্ডের মূর্তিতেও  মাল্যদান করবেন তিনি।
 

  • 9/9

ব্যারাকপুরের জনসভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ‘বাংলার মানুষ পরিবর্তন যাত্রাকে সমর্থন করেছেন। বাংলায় ক্ষমতায় আসবে বিজেপিই। প্রধানমন্ত্রী বাংলায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন।বাংলায় ক্ষমতায় এলেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে। কেন্দ্রীয় সাহায্য থেকে বাংলার কৃষকরা বঞ্চিত।কিষাণ সম্মান নিধি প্রকল্পে বকেয়া টাকাও পাবেন কৃষকরা। বাংলায় উন্নয়নের কাজে বাধা আসবে।সেই বাধা দূর করতে চাই ডবল ইঞ্জিন সরকার।’ সেইসঙ্গে বাংলায় ৬০ বছরের ঊর্ধ্বে সবাই বিনামূল্যে টিকা পাবেন এমন প্রতিশ্রুতি দেন জেপি নাড্ডা।


 

Advertisement
Advertisement