রবিবার ছিল রাজ্যের তৃতীয় দফা নির্বাচনের শেষ দিন। আর রবিবাসরীয় এই প্রচারে ক্যানিংয়ে কার্যত তৃণমূল বিজেপির মধ্যে ক্ষমতা প্রদর্শনের লড়াই হল রোড শোয়ের মাধ্যমে।
এদিন দুপুর ক্যানিং-এর হেলিকপ্টার মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত দলীয় প্রার্থী অর্ণব রায়ের সমর্থনে তাঁকে পাশে নিয়ে রোড শো করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
প্রায় দু কিলোমিটার পথ হুড খোলা গাড়িতে চেপে রোড শো করেন দিলীপ।
এই রোডশোতে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সেই ভিড়ে কার্যত ক্যানিংয়ের রাজপথ অবরুদ্ধ হয়ে পড়েছিল।
অন্যদিকে দিলীপ ঘোষের রোড শো শেষ হতে না হতেই বিকেল সাড়ে তিনটে নাগাদ বর্ণাঢ্য মিছিল সহযোগে একই রাস্তায় তৃণমূল প্রার্থী পরেশরাম দাসের সমর্থনে রোড শো করেন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়।
পরেশকে পাশে নিয়ে হুডখোলা জিপে করে ক্যানিং থানার মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন বীরভূমের সাংসদ।
এই রোড শোতেও কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন।
সেই ভিড়েও এদিন বেশ কিছুক্ষণ থমকে গিয়েছিল ক্যানিংয়ের রাজপথ।
যুযুধান দুই প্রার্থীর সমর্থনে দুই প্রতিপক্ষ দলের সাংসদের এই প্রচার যেন ছিল ক্যানিং পশ্চিম কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে শক্তি প্রদর্শনের লড়াই।