Advertisement

নির্বাচন

PHOTOS:শোভাযাত্রা করে মনোনয়ন পেশ জুনের, ঘুরলেন মন্দির থেকে মাজার

শাজাহান আলী
  • 09 Mar 2021,
  • Updated 11:49 PM IST
June Malia
  • 1/7

মেদিনীপুর থেকে এবার ভোটে লড়ছেন অভিনেত্রী জুন মালিয়া। গত কয়েকদিন ধরে শহরের অলিতে-গলিতে প্রচারে দেখা যাচ্ছে তাঁকে। 

  • 2/7

মঙ্গলবার তৃণমূলপ্রার্থী হিসাবে নিজের মনোনয়ন জমা দিলেন জুন মালিয়া। তার আগে শহরের  তিন-তিনটি  মন্দির গিয়ে পুজো দেন জুন। জান একটি মাজারেও।
 

  • 3/7

এরপরেই  ঢাক-ঢোল পিটিয়ে সাড়ম্বরে মনোনয়ন জমা করলে মেদিনীপুর সদর মহকুমা শাসকের অফিসে।
 

  • 4/7

মঙ্গলবার সকাল  কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল জুন মালিয়ার মনোনয়ন পর্বকে বিশেষ করে তোলার জন্য। 

  • 5/7

মনোনয়ন জমা দেওয়ার আগে জুন মালিয়া শালবনির কর্ণগড় মন্দিরে পুজো দেন, সেখান থেকে মেদিনীপুর শহরে  সিদ্ধেশ্বরী কালী মন্দির এসে প্রার্থনা করেন। এরপর শহরের বটতলা চক এলাকাতে আরো একটি কালী মন্দিরে পূজো দিতে দেখা যায় অভিনেত্রীকে।

  • 6/7

পুজো পর্ব শেষের পর  মির্জা বাজারের জোড়া মসজিদ মাজারে ফুল ও চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান। প্রার্থনা করেন বেশ কিছুক্ষণ।

  • 7/7

এরপরেই দলের পক্ষ থেকে আয়োজিত ব্যান্ড বাজা সহযোগে সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে জেলাশাসকের দফতরে  মনোনয়ন জমা দিতে হাজিন হন জুন মালিয়া। গত দু'বার এই কেন্দ্রে তৃণমূলপ্রার্থী জিতেছে, এবারও তাই হবে, মনোনয়ন জমা দিয়ে বলেন জুন।

Advertisement
Advertisement