Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

আট দফার ভোটরঙ্গের প্রথম পর্ব, দেখুন দিনভর ঘটা ১০ গুরুত্বপূর্ণ ঘটনা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2021,
  • Updated 9:57 PM IST
  • 1/14

শুরু হয়ে গেল মহাসংগ্রাম। বঙ্গ এবার আট দফার ভোট পর্বের সূচনা হল শনিবার। এদিন ছিল রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ  । এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। যার মধ্যে পুরুলিয়ার নটা, পশ্চিম মেদিনীপুরের ছটা, বাঁকুড়ার চারটে এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে। ২০১৬ বিধানসভা ভোটে এই তিরিশটা আসনের মধ্যে সাতাশটাতেই জিতেছিল তৃণমূল। আর তিনটে আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব পুরোপুরি উল্টে যায়।  দু’হাজার উনিশের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই তিরিশটা আসনের মধ্যে বিজেপি এগিয়ে কুড়িটি আসনে, আর তৃণমূল এগিয়ে দশটিতে। 

  • 2/14

এদিন জঙ্গলমহলের ৪ জেলা এবংপূর্ব মেদিনীপুরের ৩০টি আসনে সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।  ১৯১ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হল এদিন। ভোট গ্রহণ যাতে নির্বিঘ্নে হয় সেজন্য  ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট শুরুর আগেই ট্যুইট করে প্রধানমন্ত্রী সকলকে রেকর্ড গড়ে ভোট দেওয়ার আবেদন জানান। সকলকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন জানান  মমতা বন্দ্যোপাধ্যায়ও।চলুন দেখে নেওয়া যাক প্রথম দফার ভোটে ১০টি উল্লেখযোগ্য ঘটনা যা সকলের নজর কাড়ল।

  • 3/14

ভোটারদের উৎসাহ-  ভোটপর্ব শুরু হতেই ই পুরুলিযার বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন সকলের নজর কেড়েছে। একই চিত্র ধরা পড়েছে জঙ্গলমহলের বাকি জেলাগুলির ক্ষেত্রেও। ভোট দানে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। 

  • 4/14

সুশান্ত ঘোষের গাড়িতে হামলা- সকাল থেকেই উত্তেজনা ছড়ায় শালবনিতে।  বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে সিপিএম প্রার্থী সুসান্ত ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয়।  বেলা বাড়তে সেই উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়। অভিযোগ  শালবনির পূর্ব-পাড়ায় সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে হামলা হয়। তাঁকে লক্ষ্য করে ইট মারার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূল কর্মীদের। 

  • 5/14


আহত পটাশপুরের ওসি- ভগবানপুর বিধানসভার সাতশতমালে রাতভর বোমাবাজির অভিযোগ। তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম হন পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২ জন। 

  • 6/14

কেশিয়াড়িতে ‘বিজেপি সমর্থকের’ রক্তাক্ত দেহ- কেশিয়াড়িতে বাড়ির উঠোনে  মিলল ‘বিজেপি সমর্থকের’ রক্তাক্ত দেহ। বাড়ির উঠোনের সামনে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির। যদিও পরিবারের দাবি, কোনও দল করেন না ওই ব্যক্তি।
 

  • 7/14

কমিশনকে হুঁশিয়ারি দিলীপের-  এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করলে বিজেপির রাজ্য সভাপতি দিবীপ ঘোষ।  সেই সঙ্গে রাজ্যে একাধিক ভোট কেন্দ্রে হিংসার পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে তৃণমূল কিছু করতে পারবে না জেনেই ভয় দেখিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। 
 

  • 8/14

ভিভিপ্যাটে 'বিজেপি যোগের' অভিযোগ তৃণমূলের- পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথির মাজনায় উঠেছে বিস্ফোরক অভিযোগ। ওই কেন্দ্রের ভোটদাতাদের অভিযোগ, তৃণমূলে ভোট দিলেও তা বিজেপি-তে চলে যাচ্ছে। ভোটদাতাদের বিক্ষোভের জেরে কিছুক্ষণ বন্ধ থাকে ভোটদান। ভোট দানে অসঙ্গতির বড় অভিযোগ তুলে  ট্যুইট করে তৃণমূল কংগ্রেসও। যদিও বুথের প্রিসাইডিং অফিসারে দাবি, ভোটারদের ভোট কারচুপির অভিযোগ ভিত্তিহীন। 

  • 9/14

আক্রান্ত সৌমেন্দু অধিকারী-  খাসতালুকেই আক্রান্ত অধিকারী পরিবারের ছোট ছেলে তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। অভিযোগ, পূর্ব মেদিনীপুরের সাবাজপুটে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীবাহিনী ব্যাপক ভাঙচুর চালায় সৌমেন্দু অধিকারীর গাড়িতে। মারধর করা হয় তাঁর গাড়ির চালককেও।

  • 10/14

কমিশনের দ্বারস্থ  তৃণমূল-বিজেপি- প্রথম দফার ভোট শুরু হতেই অভিযোগ-পাল্টা অভিযোগের পালা চলে বিজেপি তৃণমূলের। ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুর ১২টায় দশজন তৃণমূল সাংসদের প্রতিনিধি দল অভিযোগ জানাতে যায় কমিশনে। নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ প্রকাশ তৃণমূলের প্রতিনিধি দলের। ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ ৷ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে প্রভাব খাটাচ্ছে ৷ কমিশনে নালিশ করে তৃণমূল ৷ বহিরাগতরা অবাধে বুথে ঢুকছে ৷ ভোটদানের হার অর্ধেকের বেশি কমল কী করে তাই নিয়ে ব্যাখা চাওয়া হয়। অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিজেপিও যায় নির্বাচন কমিশনে।

  • 11/14

বিজেপি নেতাকে গুলি করে মারার হুমকি- বিজেপির তফশিলি মোর্চার মণ্ডল সভাপতি দীপক বাউরিকে প্রকাশ্যে গুলি করে মারার হুমকির অভিযোগ পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, বুথের বাইরে তৃণমূল বিজেপি বচসা চলাকালীন এই ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া বিধানসভার মুনসেফেডাঙ্গা এলাকায় । ঘটনার পরই ওই এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী।
 

  • 12/14

মমতার অডিও টেপ নিয়ে কমিশনে বিজেপি- তবে প্রথম দিনের ভোটপর্বে রাজ্য রাজনীতি উত্তাল থেকেছে তৃণমূলনেত্রীর একটি  ফোনকলকে ঘিরে। ভোটে সাহায্য চেয়ে পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করেছিলেন মমতা। কথোপকথনের অডিও ক্লিপ শুনিয়ে এমনটাই  দাবি করে বিজেপি। সেই সঙ্গে তাদের কটাক্ষ, বিজেপির জেলা নেতার কাছে ভোট ভিক্ষা করছেন মুখ্যমন্ত্রী। 'আমাদের একটু সাহায্য করে দাও', তমলুকের বিজেপি নেতাকে ফোনে এমনটাই নাকি বলেন মমতা। এদিকে তৃণমূল নেত্রী কোনও অন্যায় কাজ করেননি, পাল্টা দাবি ঘাসফুল শিবিরের। 

  • 13/14


পাল্টা মুকুলের অডিও টেপ আনলো তৃণমূল- চাপ সৃষ্টি করে নির্বাচন কমিশনের বিধি বদল করিয়েছে বিজেপি, মুকুল রায়ের অডিও ক্লিপ শুনিয়ে দাবি করলেন কুণাল ঘোষ।
 

  • 14/14

শান্তিতেই ভোট বলছে কমিশন-  দিনভর বিক্ষিপ্ত অশান্তি খবর মিললেও কমিশন বলছে প্রথম দফার ভোট শান্তিতেই। বাংলায় ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ। 


 

Advertisement
Advertisement