Advertisement

কলকাতা

Kolkata Metro Railway Smart Token : কলকাতা মেট্রোয় মঙ্গলবার থেকে আবার স্মার্ট টোকেন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2022,
  • Updated 8:19 PM IST
  • 1/12

Kolkata Metro Railway Smart Token: কলকাতা মেট্রো (Kolkata Metro Railway) যাত্রীদের জন্য ভাল খবর। ফের ফিরতে চলেছেন টোকেন। 

আরও পড়ুন: এবার গোসাবায় বাঘের পায়ের ছাপ, পৌঁছেছে বন দফতর

  • 2/12

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway)। মঙ্গলবার থেকে ফের সেখানে পাওয়া যাবে স্মার্ট টোকেন (Smart Token)।

আরও পড়ুন: রোজ জমা করুন ৬৭ টাকা, ৫ বছরে আপনার সন্তান লাখপতি

  • 3/12

মাঝে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার টোকেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার থেকে ফের তা পাওয়া যাবে।

আরও পড়ুন: শীতে সুস্থ থাকতে হলে প্রবীণদের মানতেই হবে এই ৫ বিষয়

  • 4/12

তবে সেই টোকেন থেকে যাতে সংক্রমণ না হয়, সে ব্যাপারে সতর্ক রয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway) কর্তৃপক্ষ। সেগুলি নিয়মিত ব্যবধানে স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করা হয়।

আরও পড়ুন: এবং ঈপ্সিতার কলমে রাজর্ষির 'লেডি ম্যাকবেথ' মিথিলা! কীভাবে সম্ভব হল?

  • 5/12

সে জন্য এর আগেই বসানো হয়েছিল স্যানিটাইজার মেশিন। কলকাতা মেট্রো (Kolkata Metro Railway)-র নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাউন্টারে এবং অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে এই টোকেন পাওয়া যাবে।

আরও পড়ুন: টাক পড়ছে? ছেলেদের মাথায় গজাবে নতুন চুল, উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা

  • 6/12

ইতিমধ্যে মেট্রো রেল সব স্টেশনে টোকেন স্যানিটাইজার মেশিন বসিয়েছে। ঘটনা হল মেট্রো রেল (Kolkata Metro Railway)-এর সব স্টেশনে সেই ব্যবস্থা করা হয়েছে। মানে স্যানিটাইজার মেশিন বসানো হয়েছে। যাতে টোকেন জীবাণুমুক্ত বা স্যানিটাইজার করার কারণে তা সরবরাহে কোনও বাধা না হয়।

আরও পড়ুন: উগসর্গ থাকলেই COVID পরীক্ষা করাতে হবে, রাজ্যের কাছে দাবি দিলীপের

  • 7/12

আল্ট্রাভায়োলেট রশ্মির সাহায্যে ৪ মিনিট ধরে সেগুলো স্য়ানিটাইজ করা হয়।

আরও পড়ুন: কন্ডোম, সোডা-আইস কিউব, অনলাইনে সবথেকে বেশি অর্ডার হয়েছে নিউ ইয়ারে

  • 8/12

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) রাজ্যে করোনা (Corona)-র বিধিনিষেধে কিছু ছাড় দিয়েছেন। তার মধ্যে রয়েছে লোকাল ট্রেন এবং মেট্রোর যাত্রীর সংখ্যা বাড়ানোর ব্য়াপারে বলা হয়েছে। 

  • 9/12

এতদিন পর্যন্ত সেখানে ৫০ শতাংশ যাত্রী চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। এখন তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তা করা হয়েছে ৭৫ শতাংশ। মঙ্গলবার থেকে তবে চালু হবে।

 

  • 10/12

এদিকে, লোকাল ট্রেনের সময়সীমায় কোনও বদল হয়নি। এখনও প্রান্তিকে স্টেশন থেকে রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল ট্রেন। 

  • 11/12

রবিবার থেকে নতুন স্মার্ট কার্ড চালু করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro Railway)। আপাতাত ১ লক্ষ কুড়ি হাজার এই ধরনের কার্ড তারা এনেছে।

 

  • 12/12

সব মেট্রো (Kolkata Metro Railway) স্টেশন এই সেগুলি পাওয়া যাচ্ছে। যাত্রীদের জন্য স্মার্ট কার্ড ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি নেই। আর ১০ শতাংশ ছাড়ও পাওয়া যায়।

Advertisement
Advertisement