Advertisement

কলকাতা

Sealdah Train Cancelled : রবিবার শিয়ালদায় বাতিল ৩৮ লোকাল, প্রভাব এক্সপ্রেসেও, দেখুন পুরো তালিকা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2022,
  • Updated 8:35 AM IST
  • 1/12

শিয়ালদা এবং দমদমের মধ্যে জরুরি কিছু সংস্কারের কাজ হবে। আর তার প্রভাব পড়বে রেল পরিষেবায়। রবিবার বাতিল করা হয়েছে ৩৮টি লোকাল ট্রেন। পূর্ব রেল এ কথা জানিয়েছে। প্রভাব পড়বে বেশ কয়েকটা মেল-এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও। 

  • 2/12

কোন কোন ট্রেন বাতিল, তা জানিয়ে দিয়েছে। মনে করা হচ্ছে, প্রচুর মানুষ সমস্য়ার মুখোমুখি হতে পারেন। তবে বাঁচোয়া বলতে, রবিবার সেগুলো বাতিল করা হয়েছে। ওইদিন বেশিরভাগ জায়গায় ছুটি থাকায় রাস্তাঘাটে মানুষ কম থাকে। 

  • 3/12

পূর্ব রেলের তরফে এক বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই দুটি স্টেশনের মধ্যে ২২ নম্বর ব্রিজের রি-গার্ডারের কাজ করা হবে। সে জন্য শনি-রবিবারের মধ্য়ে ট্রাফিক এবং পাওয়ার ব্লক করা থাকবে। 

  • 4/12

২-৩ জুলাই ১০ ঘন্টার জন্য তা করা হবে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত। সংস্কারের কাজ শেষ করার জন্য এমনই পরিকল্পনা করা হয়েছে।

  • 5/12

তারা জানিয়েছে, ওই কাজের জন্য ০৩.০৭.২০২২ তারিখে শিয়ালদা ডিভিশনে ৩৮টি বিভিন্ন গন্তব্যের EMU লোকাল ট্রেন বাতিল থাকবে। এর পাশাপাশি ৬টি মেল/এক্সপ্রেস ট্রেনের সময়সূচীতে বদল বা যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন: একধাক্কায় অনেকটা দাম বাড়ছে পাঁউরুটির, ঘোষণা বেকারি মালিকদের  

আরও পড়ুন: প্রবীণ-মহিলারা বেশি সাইবার অপরাধের শিকার, বলছে NCRB-র তথ্য  

আরও পড়ুন: স্যালারি ৫০ হাজার, তা-ও লাগবে না ট্যাক্স, কী করে? জানুন

  • 6/12

০৩.০৭.২০২২ তারিখে লোকাল ট্রেন বাতিল:
• হাবড়া: ৩৩৬৫১ আপ, ৩৩৬৫২ ডাউন
• ডানকুনি: ৩২২১৩ আপ, ৩২২১৭ আপ, ৩২২১৪ ডাউন, ৩২২১৮ ডাউন
• রানাঘাট: ৩১৬১১ আপ, ৩১৬১৫ আপ, ৩১৬১২ ডাউন, ৩১৬১৬ ডাউন
• কল্যাণী সিমন্ত: ৩১৩১৩ আপ, ৩১৩১৭ আপ, ৩১৩১৬ ডাউন, ৩১৩১৮ ডাউন
• দত্তপুকুর: ৩৩৩৫৭ আপ, ৩৩৬১৩ আপ, ৩৩৬১৬ ডাউন, ৩৩৬১৮ ডাউন
হাসনাবাদ: ৩৩৫১৩ আপ, ৩৩৫১৪ ডাউন
ব্যারাকপুর: ৩১২১৩ আপ, ৩১২২১ আপ, ৩১২১৪ ডাউন, ৩১২২২ ডাউন
• নৈহাটি: ৩১৪৭১ আপ, ৩১৪১৫ আপ, ৩৪০৫২ ডাউন, ৩১৪২০ ডাউন, ৩১৪২২ ডাউন
• বারাসত: ৩৩৪৩১ আপ, ৩৩৪৩৪ ডাউন
• শান্তিপুর: ৩১৫১৫ আপ, ৩১৫১৬ ডাউন
• বজবজ: ৩১০৫১ আপ, ৩৪১১৭ আপ, ৩৪১১৮ ডাউন
• গেদে: ৩১৯১৩ আপ, ৩১৯১৪ ডাউন

  • 7/12

মেল/এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে বদল বা যাত্রাপথ নিয়ন্ত্রণ:
• ১৩১৫৪ মালদা টাউন - শিয়ালদা গৌর এক্সপ্রেস (০২.০৭.২০২২ তারিখে যাত্রা শুরু) ৩০০ মিনিটের মধ্যে পুনঃনির্ধারণ করা হবে এবং পথে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে।
• ১২৩৪৪ নিউ জলপাইগুড়ি – শিয়ালদা দার্জিলিং মেল (০২.০৭.২০২২ তারিখে যাত্রা শুরু হচ্ছে) ৫ ঘণ্টা বা ৩০০ মিনিটের মধ্যে পুনঃনির্ধারণ করা হবে এবং যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে।

  • 8/12

• ১৩১৫০ আলিপুরদুয়ার - শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস (০২.০৭.২০২২ তারিখে যাত্রা শুরু) ২ ঘণ্টা বা ১২০ মিনিটের মধ্যে পুনঃনির্ধারণ করা হবে এবং যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে।

  • 9/12

• ১৩১০৬ বালিয়া – শিয়ালদা এক্সপ্রেস (০২.০৭.২০২২ তারিখে যাত্রা শুরু হচ্ছে) ৬ ঘণ্টা বা ৩৬০ মিনিটের মধ্যে পুনঃনির্ধারণ করা হবে এবং পথে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে।

  • 10/12

• ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার – শিয়ালদা পদাতিক এক্সপ্রেস (০২.০৭.২০২২ তারিখে যাত্রা শুরু হচ্ছে) আড়াই ঘণ্টা বা ১৫০ মিনিটের মধ্যে পুনঃনির্ধারণ করা হবে এবং পথে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে।

  • 11/12

• ১৩১৭৩ শিয়ালদা - আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (০৩.০৭.২০২২ তারিখে যাত্রা শুরু) ২ঘণ্টা ২৫ মিনট বা ২০৫ মিনিটের মধ্যে পুনরায় নির্ধারিত হবে।

  • 12/12

যাত্রীদের অসুবিধার জন্য আগেভাগে দুঃখিত প্রকাশ করেছে রেল (প্রতীকী ছবি)

Advertisement
Advertisement