Advertisement

লাইফস্টাইল

Migraine Relief: খুব ভোগায় মাইগ্রেন? ৫ টোটকায় মাথা ব্যথা উবে যাবে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2025,
  • Updated 7:08 PM IST
  • 1/9

মাইগ্রেনের ব্যথা যাঁর আছে, শুধু তিনিই জানেন এর অভিঘাত জীবনে ঠিক কতটা! এই সমস্যায় আক্রান্তদের নানা কারণে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারপর চলতেই থাকে। কমতে চায় না যন্ত্রণা।

  • 2/9

আসলে মাইগ্রেনের কিছু ট্রিগার থাকে। গন্ধ, আলো, অনিদ্রা, কিছু খাবার থেকে শুরু করে একাধিক ট্রিগার রয়েছে মাইগ্রেনের।

  • 3/9

তাই মাইগ্রেন কমাতে চাইলে সবার প্রথমে ট্রিগারের থেকে দূরে থাকতে হবে। এক্ষেত্রে প্রথমত ব্যথাটা যে কারণে হয়, সেই কারণটাকে চিনে নিন। তারপর সেটার থেকে দূরে থাকুন।

  • 4/9

তবে এরপরও যদি ব্যথা শুরু হয়ে যায়, তাহলে কিছু ঘরোয়া টোটকা মেনে চলতে হবে। তাহলেই মাইগ্রেনের ব্যথা কমবে দ্রুত।

  • 5/9

ব্যথা শুরু হলেই জল পান শুরু করুন। প্রতিদিন অন্তত ৩ লিটার জল খেতে হবে। তাতেই দ্রুত সেরে উঠতে পারবেন।

  • 6/9

এই সময় শুয়ে পড়তে হবে। চেষ্টা করুন কোনও অন্ধকার ঘরে চোখ বন্ধ করে শুয়ে পড়ার। তাতেই ব্যথা কমিয়ে ফেলতে পারবেন।

  • 7/9

মাথায় বরফ দিতে পারেন। যেখানে ব্যথা, সেখানে আইসপ্যাক ধরুন। তাহলেই প্রদাহ কমবে। যার ফলে উবে যাবে ব্যথা।

  • 8/9

আদা চা খেতে হবে। এই চা যদি খান, তাহলেই ব্রেনের প্রদাহ কমবে। আপনি সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।

  • 9/9

ডিপ ব্রিদিং করা খুব জরুরি। এক্ষেত্রে গভীর শ্বাসপ্রশ্বাস নিন। তাতেই মাইগ্রেনের ব্য়থা কমাতে পারবেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement