শীত এলেই শরীরের যত্নের পাশাপাশি ঠোঁটের যত্ন নেওয়াও জরুরি হয়ে ওঠে। ঠান্ডা হাওয়া, কম আর্দ্রতা আর ডিহাইড্রেশনের কারণে প্রায় সবারই ঠোঁট ফেটে যায়। বাজারে নানা ব্র্যান্ডের লিপ বাম পাওয়া গেলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তাতে থাকা কেমিক্যালের প্রভাব থাকে সাময়িক। কিছুক্ষণের মধ্যেই ঠোঁট আবার শুকিয়ে যায়, কালচে হয়ে পড়ে।
  
এমন অবস্থায় দামি লিপ থেরাপি বা কেমিক্যাল প্রোডাক্টের চেয়ে অনেক বেশি উপকার পাওয়া যায় প্রাকৃতিক উপাদানে তৈরি ঘরোয়া লিপ বাম থেকে। আর এই কাজের জন্য গাজর হতে পারে অসাধারণ এক উপাদান। ভিটামিন এ এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর গাজর ঠোঁটকে পুষ্টি দেয়, নরম রাখে এবং প্রাকৃতিক আভা ফিরিয়ে আনে।
  
গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন, যা ত্বকের জন্য ভীষণ উপকারী। এটি ঠোঁটের কালচে ভাব দূর করে এবং ফাটা ঠোঁট সারাতে সাহায্য করে। গাজরের রস ত্বকের কোষ পুনর্গঠনেও সাহায্য করে, ফলে ঠোঁট হয় আরও নরম ও মসৃণ।
  
বাড়িতে গাজরের লিপ বাম বানানোর উপকরণ:
১ টেবিল চামচ গাজরের রস
আধ টেবিল চামচ ঘি (চাইলে নারকেল তেলও ব্যবহার করা যায়)
কয়েক ফোঁটা ভিটামিন ই তেল
এই তিনটি উপাদানই ঠোঁটকে গভীর পুষ্টি দেয় এবং শীতের শুষ্কতাকে দূরে রাখে।
  
লিপ বাম বানানোর পদ্ধতি
 প্রথমে একটি বড় গাজর ধুয়ে শুকিয়ে নিন। এরপর সেটি গ্রেট করে পেস্ট তৈরি করুন। এবার সেই পেস্টটি একটি সুতির কাপড়ে রেখে রস আলাদা করে নিন। রসটি হালকা আঁচে বসিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না ঘন হয়ে আসে। তারপর এতে ঘি বা নারকেল তেল মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন।
সেট করার ধাপ
 প্রস্তুত মিশ্রণটি একটি ছোট কৌটো বা পুরনো লিপ বামের বক্সে ঢেলে দিন। এরপর সেটি ৩০ থেকে ৪০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে আপনার ঘরোয়া গাজরের লিপ বাম তৈরি। এই বাম এক মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।
  
গাজরের লিপ বামের উপকারিতা
 এই লিপ বাম ঠোঁটের শুষ্কতা দূর করে, পুষ্টি জোগায় এবং ঠোঁটকে নরম রাখে। একইসঙ্গে ঠোঁটে আসে হালকা কমলা আভা, যা পুরোপুরি প্রাকৃতিক। ভিটামিন ই তেল ঠোঁটের কোষ পুনর্গঠন করে, ঘি বা নারকেল তেল দেয় গভীর ময়েশ্চার।
লিপ বাম ছাড়াও নারকেল তেল, বাদাম তেল কিংবা অলিভ অয়েল ঘুমানোর আগে ঠোঁটে লাগাতে পারেন। এগুলো ঠোঁটকে প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে এবং নতুন কোষ তৈরি করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে গাজরের লিপ বাম বা এই প্রাকৃতিক তেল লাগালে শীতেও ঠোঁট থাকবে নরম, উজ্জ্বল আর স্বাস্থ্যোজ্জ্বল।