Advertisement

লাইফস্টাইল

No Sugar Diet: টানা ৭ দিন চিনি না খেলে কী কী ঘটে শরীরে? চমকে দেওয়া তথ্য

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2025,
  • Updated 3:21 PM IST
  • 1/9

চিনির মিষ্টি স্বাদের অনেকেই দিওয়ানা। তাই তারা চায়ে চিনি, কফিতে চিনি এবং খাবারেও চিনি দিয়ে খান। পাশাপাশি নিয়মিত খেতে থাকেন মিষ্টি।

  • 2/9

তবে মাথায় রাখবেন, চিনি নিয়মিত খাওয়া একবারেই ঠিক নয়। এটা খেলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। হতে পারে ডায়াবিটিস। বাড়তে পারে কোলেস্টেরল। পাশাপাশি প্রদাহ বৃদ্ধি পেতে পারে।

  • 3/9

তাই চেষ্টা করুন যতটা সম্ভব চিনি এড়িয়ে চলার। এক্ষেত্রে ৭ দিনের জন্য চিনি না খেলেও লাভ পাবেন। শরীরের একাধিক উপকার হবে।

  • 4/9

চিনি না খেলে ট্রাইগ্লিসারাইডস কমতে পারে। যার ফলে সুস্থ থাকবে হার্ট। হবে না বিরাট কোনও অসুখ।

  • 5/9

চিনি ফ্যাটও বাড়াতে পারে। তাই চিনি খাওয়া ছাড়লে কমে যাবে ওজন। বিশেষত, ভুঁড়ি থেকে মুক্তি পাবেন।

  • 6/9

মাত্র ৭ দিন চিনি না খেলে প্রদাহ কমে যাবে। যার ফলে একাধিক ক্রনিক অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে।

  • 7/9

চিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ায়। আর এটি ৭ দিনের জন্য খাওয়া ছাড়লেই ঝুঁকি অনেকটা কমবে।

  • 8/9

ত্বকের ক্ষতি করতে পারে চিনি। তাই এখন থেকে চেষ্টা করুন চিনি না খাওয়ার। মাত্র ৭ দিন না খেলেই দেখবেন ফিরবে লালিত্ব। জেল্লা বাড়বে।

  • 9/9

তবে শুধু চিনি নয়, পাশাপাশি মিষ্টি, চকোলেট খাওয়াও বন্ধ করুন। তাতেই উপকার মিলবে হাতেনাতে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement