Advertisement

লাইফস্টাইল

Winter Morning Walk Duration: শীতে ঠিক কতক্ষণ মর্নিং ওয়াক মাস্ট? ওজন বাড়বে না, ফিটও থাকবেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2025,
  • Updated 2:08 PM IST
  • 1/9

এখন অনেকেই স্বাস্থ্য সচেতন। তাই তারা নিয়মিত মর্নিং ওয়াক করছেন। শীত উপেক্ষা করেই তারা এই কাজটা করছেন। তাতেই শরীর থাকছে ফিট। এমনকী ওজন কমছে। (সব ছবি: পিক্সেলস)

  • 2/9

তবে প্রশ্ন হল, শীতে মর্নিং ওয়াক কতক্ষণ ধরে করা উচিত? কীভাবে হাঁটলে মিলবে বেশি উপকার? আর সেই উত্তরটাই জানান হল নিবন্ধটিতে। তাই দ্রুত প্রতিবেদনটি পড়ে নিন।

  • 3/9

বিশেষজ্ঞদের মতে, ৩০ মিনিট মর্নিং ওয়াক করতেই হবে। এটাই হল হিসেব। আর সপ্তাহে অন্তত ৫ দিন হাঁটা হল মাস্ট। তাতেই খেলা ঘুরে যাবে।

  • 4/9

ধীরে সুস্থে হাঁটলে কিন্তু লাভ হবে না। তার বদলে একটু জোর গতিতে হাঁটতে হবে। তাতেই উপকার মিলবে। দেখবেন সুগার, প্রেশার ও কোলেস্টেরল কমবে। ওজনের কাঁটা হবে নিম্নমুখী।

  • 5/9

এই সময় অবশ্যই মাঠে হাঁটবেন। সেটা না পারলে পার্কে হাঁটুন। তবে রাস্তায় হাঁটা চলবে না। ব্যাস, তাতেই দুর্ঘটনা এড়াতে পারবেন।

  • 6/9

হাঁটার সময় অবশ্যই শীত কাপড় পরুন। পাশাপাশি হাতে এবং পায়ে গ্লাভস, মোজা পরুন। তাতে ঠান্ডা লাগার আশঙ্কা কমবে।

  • 7/9

সকালে কিছু খেয়েই বেরতে হবে। তাহলে সুগার ফল করার আশঙ্কা থাকবে না। পাশাপাশি গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হওয়ার সম্ভাবনাও দূর হবে।

  • 8/9

হাঁটার পর অবশ্যই কুল ডাউন করবেন। কিছু এক্সারসাইজ করে নিন। তাতে চোট লাগবে না। পেশিতে টান ধরবে না।

  • 9/9

পরিশেষে বলি, যাদের বয়স অনেকটাই বেশি, তারা এই সময় ভোরের বদলে রোদ উঠলে হাঁটতে যান। তাতেই সমস্যা মিটে যাবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement