Advertisement

লাইফস্টাইল

Knee Pain Home Remedies: ঠান্ডা পড়তেই হাঁটুতে ব্যথা? রান্নাঘরেই রয়েছে সেরা ওষুধ

Aajtak Bangla
Aajtak Bangla
  • 08 Nov 2025,
  • Updated 5:52 PM IST
  • 1/9

বাংলায় ইতিমধ্যেই পারদ পতন হয়েছে। যার ফলে রাতে গায়ে চাপছে চাদর। ফ্যান বন্ধ করতে হচ্ছে।

  • 2/9

যদিও কথায় আছে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ। তাই ঠান্ডা পড়তেই অনেক বাতের ব্যথায় আক্রান্তের সমস্যা বাড়ে। তাদের শুরু হয়ে যায় হাঁটু যন্ত্রণা।

  • 3/9

আসলে ঠান্ডার সময় হাঁটু ব্যথা বাড়ার একাধিক কারণ রয়েছে। এই সময় অনেকেই হাঁটাহাঁটি কমিয়ে দেন। যার ফলে ব্যথা বাড়ে।

  • 4/9

যদিও মাথায় রাখতে হবে বারবার পেইনকিলার খেলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। তাই এই সময় অবশ্যই ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন।

  • 5/9

এছাড়া এই সময় নার্ভগুলি বেশি সংবেদনশীল হয়ে পড়ে। সেই কারণেও বাড়ে হাঁটু ব্যথা। এই সময় নড়াচড়া করতেও সমস্যা হয়।

  • 6/9

এক্ষেত্রে সবার প্রথমে গরম সেক দিন। তাহলেই ইনফ্লামেশন হ্রাস পাবে। পাশাপাশি ব্যথাও যাবে উবে।

  • 7/9

স্ট্রেচিং করা মাস্ট। স্ট্রেচিং করলে বাড়বে জয়েন্টের মোবিলিটি। সেই কারণে কমে যাবে ব্যথা।

  • 8/9

হলুদ খাওয়া শুরু করে দিন। এতে রয়েছে অ্যান্টিইনফ্লামেটরি গুণ। যেই কারণে হলুদ খেলে ব্যথা কমবে।

  • 9/9

সেরার সেরা একটি ভেষজ হল আদা। এটিও ইনফ্লামেশন কমাতে পারে। যার ফলে কমে যেতে পারে ব্যথা। তাই নিয়মিত এই ভেষজটি খেয়ে যান।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement