Advertisement

লাইফস্টাইল

Walking vs Running: হাঁটলে না দৌড়লে? ওজন তাড়াতাড়ি যেভাবে কমে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2025,
  • Updated 4:25 PM IST
  • 1/9

ওজন কমাতে হবে। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। হার্ট থেকে কিডনি, সবেরই হতে পারে ক্ষতি। এমনকী হাড়ের ক্ষয় হতে পারে।

  • 2/9

তাই অনেকেই ওজন কমাতে চান। যার ফলে তাদের মধ্যে কিছু মানুষ হাঁটতে শুরু করেন। আবার কিছু মানুষ দৌড়াতে যান। এই দুইয়ের মাধ্যমেই কমে ওজন। 

  • 3/9

কিন্তু প্রশ্ন হল, হাঁটলে না দৌড়ালে ওজন কমবে দ্রুত গতিতে? আর সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলাম আমরা। তাই ঝটপট নিবন্ধটি পড়ে নিন।

  • 4/9

হাঁটার তুলনায় অবশ্যই দৌড়ালে দ্রুত গতিতে ওজন কমে যাবে। এটাই হল সহজ হিসেব। আর এই সত্য সব বিশেষজ্ঞই স্বীকার করেন। 

  • 5/9

দৌড়ালে অনেক তাড়াতাড়ি ক্যালোরি লস হয়। আর সেই কারণেই ওজন কমে যায় দ্রুত গতিতে। তাই যারা পারবেন তারা দৌড়ান। এতে দ্রুত ওজন কমে যাবে।
 

  • 6/9

তবে হাঁটাকে ফেলনা ভাববেন না। যারা একটু জোর গতিতে হাঁটতে পারেন, তাদেরও দ্রুত গতিতে কমে যায় ওজন। তাই ব্রিকস ওয়াক নিয়মিত করতেই পারেন। 

  • 7/9

এখানে একটা কথা বলে রাখি, দৌড়ালে ওজন কমে যায় দ্রুত। কিন্তু সকলের পক্ষে দৌড়ান সম্ভব নয়। বিশেষত, হাঁটুর ব্যথা থাকলে বা হার্টের অসুখ থাকলে দৌড়াবেন না। তার বদলে আপনারা হাঁটুন।

  • 8/9

তবে হাঁটার সময় কয়েকটি বিষয় মাথায় রাখবেন। প্রথমত, সকালের দিকে এখন খুব বেশি দূষণ থাকছে। তাই একটু বেলা বাড়লে হাঁটতে যান। অথবা বিকেলে হাঁটুন।
 

  • 9/9

হাঁটার বা দৌড়ানোর জন্য ভাল জুতো পরুন। এটা না পরলে পায়ে চোট লাগতে পারে। পিছু নিতে পারে একাধিক সমস্যা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement