Advertisement

লাইফস্টাইল

Sexual Dissatisfaction: ৭০% মহিলা সঙ্গমের সময় যৌন উত্তেজনার মিথ্যা ভান করেন!

Aajtak Bangla
  • 31 Dec 2021,
  • Updated 7:54 PM IST
  • 1/7

বিশ্বজুড়ে একাধিক সমীক্ষায় একটা তথ্য বার বার সামনে এসেছে যে, সঙ্গমের সময় অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা অতৃপ্তই থেকে যান। কখনও পুরুষ সঙ্গীর অলসতা বা অসাবধানতার কারণে, তো কখনও অতিরিক্ত তাড়াহুড়োর ফলে যৌন তৃপ্তি পান না অধিকাংশ মহিলারা।

  • 2/7

সব মিলিয়ে অধিকাংশ মহিলাই তাঁদের যৌন জীবনে সন্তুষ্ট নন। কিন্তু এ বিষয়ে কারও সঙ্গে খোলাখুলি কথা বলতেও তাঁরা ইতস্তত করেন।

  • 3/7

সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে যে, প্রায় ৭০ শতাংশ মহিলা সঙ্গমের সময় যৌন উত্তেজনার মিথ্যা ভান করেন! যৌন মিলনের সময় তাদের সঙ্গীকে খুশি করার জন্যই মহিলারা এই ছলনার আশ্রয় নিতে বাধ্য হন।

  • 4/7

একটি নামী কনডম প্রস্তুতকারী সংস্থার করা এই সমীক্ষায় দেশের যৌন স্বাস্থ্যের কথাও তুলে ধরা হয়েছে। অধিকাংশ পুরুষই যৌনতা সংক্রান্ত প্রায় সবকিছুই জানেন বা দেখেছেন, তবুও তাদের সঙ্গিনীর যৌন তৃপ্তির বিষয়টিতে তারা খুবই উদাসীন!

  • 5/7

পরিপূর্ণ সঙ্গমের ক্ষেত্রে একই সঙ্গে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতার একান্ত প্রয়োজন। তাই অভ্যাস মতো শারীরিক মিলনে তৃপ্তি না-ও মিলতে পারে। সম্পর্কে যদি কোনও মহিলা তার প্রতি সঙ্গীর ভালবাসা, আকর্ষণ ও উদ্দীপনা অনুভব না করেন সে ক্ষেত্রে, তিনিও সঙ্গমে দ্রুত উৎসাহ হারিয়ে ফেলেন।

  • 6/7

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিনের করা একটি সমীক্ষার রিপোর্ট অনুসারে, প্রায় ৮ শতাংশ মহিলার একবার সঙ্গমের সময় ২০ বার পর্যন্ত অর্গ্যাজম হতে পারে।

  • 7/7

যদিও ভারতের ৭০ শতাংশ মহিলাই সঙ্গমে এই চরম তৃপ্তির স্বাদ থেকে অধিকাংশ সময়ই বঞ্চিত হন। তাই তাদের যৌন উত্তেজনার মিথ্যা ভান করতে হয়।

Advertisement
Advertisement