নতুন বছরের (New Year 2022) অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁয়া রয়েছে এলাহি খাবার সঙ্গে নানা ধরনের বিনোদনের আয়োজন।
নতুন বছর সেলিব্রেট করার জন্য বেছে নিতেই পারেন তাজ বেঙ্গল, ভিভান্তা কলকাতাকে। সেখানে অতিথিদের জন্য অপেক্ষা করছে রাজকীয় পঞ্চব্যঞ্জন, রয়েছে অঢেল পেটপুজোর আয়োজন।
থাকছে গালা ব্যুফে ডিনারের আয়োজন। মেনুতে থাকবে বিভিন্ন রকম লাইভ ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল গ্রিলস্, সি-ফুড, নানান রকম রোস্ট এবং ডেজার্ট ও সঙ্গে সিলেক্ট বেভারেজেস্। সেই সঙ্গে থাকছে লাইভ ক্রুনার এবং ডিজে।
ফলে খাবারের সঙ্গে সঙ্গে মিউজিকও উপভোগ করতে পারবেন অতিথিরা। খাওয়াদাওয়া রাত ৮টা থেকে শুরু, দু’জনের জন্য খরচ পড়বে ১৫০০০ টাকা + ট্যাক্স। এক জনের জন্য খরচ পড়বে ৯৫০০ টাকা + ট্যাক্স। তবে ৬ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্য খরচ পড়বে ৫০০০ টাকা + ট্যাক্স।
CAL 27: এখানেও রয়েছে গ্র্যান্ড নিউ ইয়ার ব্যুফে ডিনার, সঙ্গে বাছাই করা বেভারেজ। ব্ল্যাক বিনস্, কর্ন, চিজ কেসাডিয়াজ ইন মালাবার ব্রেড, ডাক্কা ক্রাস্টেড পর্ক, ল্যাম্ব থাই কারি ইত্যাদি (নন ভেজ), অনসাইট সি-ফুড গ্রিল আরও অনেক কিছু।
ইন্ডিয়ান সিলেকশনে থাকছে জাফরানি পনীর টিক্কা, আলু তিন মির্চ (ভেজ), কসুরি মাহি টিক্কা, মেথি মুর্গ মালাই (ননভেজ)। ডেজার্টের তালিকায় রয়েছে নিউ ইয়ার্স কেক, প্লাম পুডিং ব্র্যান্ডি সস, প্লাম কেক ভ্যানিলা ফন্দ্যু।
খাওয়াদাওয়া রাত ৮টা থেকে শুরু, দু’জনের জন্য খরচ পড়বে ৩০০০ টাকা + ট্যাক্স। তবে ৬ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্য খরচ পড়বে জনপ্রতি ১৫০০ টাকা + ট্যাক্স। তবে এখানে দুপুরের খাওয়াদাওয়া শুর বেলা ১টা থেকে। খরচ মাথাপিছু মোটামুটি সাড়ে ৪ হাজার টাকা। শিশুদের জন্য খরচ পড়বে আড়াই হাজার টাকার মতো।
এছাড়াও ভিভান্তা কলকাতার মিন্ট (MYNT)-এ আজ সন্ধে সাড়ে ৭টা থেকে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন। বুফে ডিনারের ক্ষেত্রে পূর্ণবয়স্কদের মাথাপিছু খরচ পড়বে ১৪০০ টাকা, সঙ্গে ট্যাক্স। তবে ৬ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য মাথাপিছু খরচ পড়বে ৭৫০ টাকা, সঙ্গে ট্যাক্স অতিরিক্ত।
আগামিকাল বুফে ডিনারের মকটেল-সহ দাম ভুড়িভোজের খরচ ৩০০০ টাকা + ট্যাক্স৷ পাশাপাশি বাছাই করা পানীয়র সঙ্গে দাম এর দাম পড়বে ৫০০০ টাকা + ট্যাক্স৷ তবে ৬-১২ বছরের বাচ্চাদের জন্য এর দাম ১,৪৫০ টাকা সঙ্গে ট্যাক্স৷
এছাড়াও নতুন বছরের পেটপুজোর মেনুতে কষা মাংস, লুচি ও আলুর দম, শেফার্ড পাই-এর মতো জিভে জল আনা পদও থাকছে। আর কী কী আয়োজন রয়েছে, তা জানতে তাজ বেঙ্গল, ভিভান্তা কলকাতায় ঢুঁ মারতেই হবে।