শীতকালে সর্দি-কাশির সমস্যায় অনেকেই ভোগেন। আর তা মোকাবিলার জন্য ওষুধের দোকানগুলিতে কাফ-সিরাপ কেনার লম্বা লাইন পড়ে যায়।
কিন্তু এটা জানেন কি যে এর মধ্যে অনেক কাফ-সিরাপই উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। অনেক OTC কাফ-সিরাপের মধ্যে থাকে কোডিন (Codeine)। আর এটি কার্যত নেশার আসক্তি সৃষ্টিকারী একটি জিনিস।
গবেষণায় দেখা গিয়েছে, একটি ১০০ মিলিলিটার কোডিনযুক্ত কাশির সিরাপের বোতল মরফিনের ৩০ মিলিগ্রাম ট্যাবলেটের সমান প্রভাব ফেলে।
আমরা অনেকেই জানি না যে, এই ওষুধটি আসলে মাদকদ্রব্যের মতো কাজ করে, যা হেরোইনের বিভাগের অন্তর্ভুক্ত। প্রযুক্তিগতভাবে, কোডিন একটি প্রো-ড্রাগ যা আফিম থেকে তৈরি এবং লিভারে মরফিনে রূপান্তরিত হয়।
আরও পড়ুন - 'CAA-র বাস্তবায়ন শুরু হয়ে গেল, পশ্চিমবঙ্গেও হবে,' গুজরাত-ইস্যুতে দাবি শুভেন্দুর
এক্ষেত্রে আসক্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। আর সবচেয়ে বড় সমস্যা হল, বোতলের ওপরে এই সংক্রান্ত কোনও সতর্কবার্তা না থাকায়, বিষয়টি মানুষের অজানাই থেকে যায়।
বাজারে প্রায় ১০০টিরও বেশি Codeine-Containing Cough Syrup বা CCS রয়েছে।
কোডিনযুক্ত কাশির সিরাপের জেরে মাথা ঘোরা, কথা জড়িয়ে যাওয়া, ভুল শোনা, গরম বা ঠান্ডায় শারীরিক অস্বস্তি, হৃদস্পন্দন বৃদ্ধি, ঝাপসা দৃষ্টিশক্তি, হাইপার এক্সসিটিবিলিটি এবং উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যার সৃষ্টি হয়।
এছাড়াও আরও অনেক সমস্যা এর ফলে তৈরি হতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।