Advertisement

লাইফস্টাইল

Cough Syrup Side Effects : আপনার কাফ সিরাপটিতে কোডিন নেই তো? মারাত্মক 'বিষ'

Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Nov 2022,
  • Updated 5:03 PM IST
  • 1/8

শীতকালে সর্দি-কাশির সমস্যায় অনেকেই ভোগেন। আর তা মোকাবিলার জন্য ওষুধের দোকানগুলিতে কাফ-সিরাপ কেনার লম্বা লাইন পড়ে যায়। 

  • 2/8

কিন্তু এটা জানেন কি যে এর মধ্যে অনেক কাফ-সিরাপই উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। অনেক OTC কাফ-সিরাপের মধ্যে থাকে কোডিন (Codeine)। আর এটি কার্যত নেশার আসক্তি সৃষ্টিকারী একটি জিনিস। 

  • 3/8

গবেষণায় দেখা গিয়েছে, একটি ১০০ মিলিলিটার কোডিনযুক্ত কাশির সিরাপের বোতল মরফিনের ৩০ মিলিগ্রাম ট্যাবলেটের সমান প্রভাব ফেলে। 

  • 4/8

আমরা অনেকেই জানি না যে, এই ওষুধটি আসলে মাদকদ্রব্যের মতো কাজ করে, যা হেরোইনের বিভাগের অন্তর্ভুক্ত। প্রযুক্তিগতভাবে, কোডিন একটি প্রো-ড্রাগ যা আফিম থেকে তৈরি এবং লিভারে মরফিনে রূপান্তরিত হয়। 

আরও পড়ুন'CAA-র বাস্তবায়ন শুরু হয়ে গেল, পশ্চিমবঙ্গেও হবে,' গুজরাত-ইস্যুতে দাবি শুভেন্দুর

  • 5/8

এক্ষেত্রে আসক্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। আর সবচেয়ে বড় সমস্যা হল, বোতলের ওপরে এই সংক্রান্ত কোনও সতর্কবার্তা না থাকায়, বিষয়টি মানুষের অজানাই থেকে যায়। 

  • 6/8

বাজারে প্রায় ১০০টিরও বেশি Codeine-Containing Cough Syrup বা CCS রয়েছে। 

  • 7/8

কোডিনযুক্ত কাশির সিরাপের জেরে মাথা ঘোরা, কথা জড়িয়ে যাওয়া, ভুল শোনা, গরম বা ঠান্ডায় শারীরিক অস্বস্তি, হৃদস্পন্দন বৃদ্ধি, ঝাপসা দৃষ্টিশক্তি, হাইপার এক্সসিটিবিলিটি এবং উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যার সৃষ্টি হয়। 

  • 8/8

এছাড়াও আরও অনেক সমস্যা এর ফলে তৈরি হতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

Advertisement
Advertisement