Advertisement

লাইফস্টাইল

Masaba Blouse Designer: পুজোয় বাজার কাঁপাচ্ছে 'মাসাবা ব্লাউজ', কার ডিজাইনে এত ট্রেন্ডিং?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2025,
  • Updated 3:21 PM IST
  • 1/10

গড়িয়াহাট, শ্যামবাজার, হাতিবাগান পুজোয় যেখানেই ঢুঁ মারছেন দেখছেন 'মাসাবা ব্লাউজ'র ছড়াছড়ি? এবার পুজোয় রীতিমতো বাজার কাঁপাচ্ছে মাসাবা কাটিং ব্লাউজ।
 

  • 2/10

গত দু'বছর যেমন হাকোবা ব্লাউজের রমরমা ছিল, এবার ঠিক তেমনই মাসাবা ব্লাউজ ট্রেন্ডিং। তবে কার হাতের নকশায় এত জনপ্রিয়তা পেল মাসাবা ব্লাউজ? জানুন এই ব্লাউজের স্রষ্ঠা কে।
 

  • 3/10

মাসাবা ডিজাইনের টু-পার্ট ব্লাউজ প্রথম দেখা যায় মা নীনা গুপ্তার পরনে। নীনার সাদা-কালো শাড়ির সঙ্গে মাসাবা ব্লাউজ নেটদুনিয়ায় ঝড় তুলেছিল। সেই ব্লাউজই এখন ঢুকে পড়েছে শাড়িপ্রেমীদের ওয়ার্ডরোবে। এবার পুজোতেও ঢেলে বিক্রি হচ্ছে মাসাবা ব্লাউজ।
 

  • 4/10

মাসাবা একজন বিখ্যাত ভারতীয় ফ্যাশন ডিজাইনারের নাম। বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার কন্যা মাসাবা। নীনা গুপ্তা সবথেকে জনপ্রিয়তা লাভ করেন পঞ্চায়েত সিরিজে প্রধানের ভূমিকায় অভিনয় করে। এছাড়া, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যর ভিভিয়ান রিচার্ডের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বারবার চর্চায় এসেছে। তাঁদেরই কন্য মাসাবা গুপ্তা। 
 

  • 5/10

মাসাবার নিজস্ব ব্র্যান্ড ‘হাউস অফ মাসাবা’র পোশাক খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর হাতেই তৈরি মাসাবা কাটিং ব্লাউজ আজ দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে।
 

  • 6/10

বিশেষ করে ব্লাউজগুলি যা আধুনিক এবং ঐতিহ্যবাহী ডিজাইনের জন্য তিনি সুপরিচিত।
 

  • 7/10

মাসাবার নিজস্ব ব্র্যান্ড ‘হাউস অফ মাসাবা’র পোশাক খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর হাতেই তৈরি মাসাবা কাটিং ব্লাউজ আজ দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। মাসাবা তাঁর স্বতন্ত্র শৈলীর জন্য পরিচিত।

  • 8/10

২০১৫ সালে পরিচালক মধু মানতেনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাসাবা। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। তার চার বছরের মাথায় ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। 
 

  • 9/10

ডিভোর্সের ৪ বছর পর প্রেমিক সত্যদীপকে বিয়ে করেন মাসাবা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সাল থেকে পরস্পরকে ডেট করছিলেন সত্যদীপ-মাসাবা। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন। বলিউড সেলেব্রিটিদের নিয়ে নিজের ব্যান্ড প্রমোশন সহ দাপিয়ে কাজ করতে দেখা যাচ্ছে মাসাবাকে।
 

  • 10/10

মাসাবা তাঁর স্বতন্ত্র শৈলীর জন্য পরিচিত। বিশেষ করে ব্লাউজগুলি যা আধুনিক এবং ঐতিহ্যবাহী ডিজাইনের জন্য তিনি সুপরিচিত।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement