Advertisement

লাইফস্টাইল

Saraswati Puja Wishes 2022: বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা পাঠান প্রিয়জনকে! শেয়ার করুন এই উইশ বার্তাগুলি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2022,
  • Updated 8:00 AM IST
  • 1/9

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বা সরস্বতী পুজো (Saraswati Puja) হয়। মূলত সরস্বতী পুজো থেকেই সূচনা হয় বসন্ত ঋতুর। ছাত্র-ছাত্রীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল।

  • 2/9

করোনাকালে অন্যান্য সব পুজোর মতো সরস্বতী পুজোর আনন্দেও কিছুটা ভাটা পড়েছে। তবে শুভেচ্ছা বার্তা দেওয়ায় তো কোনও বাঁধা নেই। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনকে এবার সরস্বতী পুজোয় পাঠিয়ে দিন এই ভার্চুয়াল শুভেচ্ছা বার্তাগুলি।

  • 3/9

 বীণা নিয়ে হাতে, সরস্বতী থাকুক আপনার সঙ্গে। মায়ের আশীর্বাদ থাকুক সাথে প্রতিদিন, সঙ্গে থাকুক শুভেচ্ছা এদিনের। রইল সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর শুভকামনা।  

  • 4/9

জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতি দেবি নমোহস্তুতে। শুভ সরস্বতী পুজো ২০২২।

  • 5/9

সরস্বতী বিদার দেবী, কলম নিয়ে হাতে চলি, সারা জীবন মা তুমি থেকো সঙ্গে এই প্রার্থনা করি। 

  • 6/9

 বিদ্যা-জ্ঞান প্রদায়িণী জ্ঞানের বিকাশ করো, অজ্ঞানতার তিমিরতা ধরা থেকে দূর করো! ভালো কাটুক সরস্বতী পুজো!

  • 7/9

তোমার বীণার সুরে আনন্দ অন্তহীনতা, বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে তুমি আনন্দ দাও প্রাণে, সুখ মনে শান্তি সবই তোমার দান, ভাবের অভাব দূর করো তুমি, শুনি আনন্দের গান!

  • 8/9

মাঘ আসে শীত নিয়ে, মাগো তুমি আসো বিদ্যা নিয়ে। সকলের জীবনে থাকুন বিদ্যা - বুদ্ধি -জ্ঞান! 

  • 9/9

বিদ্যা দেবী সরস্বতী তুলনা নেই মা তোমার, একটু বিদ্যা দাও যদি মা, সে বিদ্যা হবে অলঙ্কার! 

Advertisement
Advertisement