হস্তরেখাবিদরা হাতের রেখা দেখে বলে দেন ভাগ্য়। কবে কী হবে, কীসে উন্নতি হবেন ইত্যাদি। তবে আপনি কি জানেন যে, হাতের তালুর রং দেখেও মানুষ চেনা সম্ভব?
অর্থাৎ নিজেই নিজের হাতের তালুর রং দেখে বুঝে নিতে পারেন আপনি কেমন মানুষ। হস্ত সঞ্জীবন নামক গ্রন্থে এই নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
যেমন, যাঁদের হাতের তালুর রং সাদা হয়, তাঁদের মধ্যে আধ্যাত্মিক শক্তি থাকে। তাঁরা শান্ত স্বভাবের হন। খুব সহজে বিচলিত হন না।
যাঁদের হাতের রং হলদে হয়ে থাকে তাঁরা মানসিক দিক দিয়ে হতাশ থাকেন। আত্মবিশ্বাসীও থাকেন না। এঁদের মধ্যে কর্কশ স্বভাব দেখা যায়।
যাঁদের হাতের রং গোলাপী হয়ে থাকে, তাঁরা সম্পদশালী হয়ে থাকেন। তাঁদের টাকা-পয়সা থাকে। অভাবও হয় না। আর এঁরা খুব শান্ত ও বুদ্ধিমান হয়ে থাকেন।
অনেকের হাত কালচে হয়ে থাকে। এঁরা অত্যন্ত রহস্যবাদী। কথাবার্তায় অসত্য তথ্যের সাহায্য নেন। সত্যি কথা সত্যির মতো করে বলতে পারেন না।
অনেকের হাতের তালুতে আবার নীলচে আভা থাকে। এঁরা শারীরিক ভাবে দুর্বল হয়ে থাকেন। সারাজীবন রোগভোগ সঙ্গে নিয়ে চলেন। আর্থিকভাবেও স্বচ্ছচল হন না।