আমাদের সকলের কাছেই ডিওড্রেন্ট, বডিস্প্রে বা ওই জাতিয় সুগন্ধি খুব প্রয়োজনীয় একটি উপকরণ। শরীরকে ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত রাখতে ডিওড্রেন্ট বা বডিস্প্রে খুবই কার্যকরী!
তবে এমন অনেক ডিওড্রেন্ট বা বডিস্প্রে আছে যেগুলির সুগন্ধি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। তেমনই, অনেকেরই ঘামের কটূ গন্ধে বডিস্প্রে বা ডিওড্রেন্টের সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না। ডিওড্রেন্ট বা বডিস্প্রের সুগন্ধ দীর্ঘস্থায়ী করতে এই ৬টি কৌশল কাজে লাগিয়ে দেখতে পারেন...
আপনার ডিওড্রেন্টটি যদি একেবারেই অল্প সময় স্থায়ী হয়, সে ক্ষেত্রে এটিকে সব সময় অপনার সঙ্গেই রাখুন এবং কিছু ক্ষণ পর পর ব্যবহার করুন।
অনেকেই ডিওড্রেন্ট জামা কাপড়ে ব্যবহার করে থাকেন এবং স্প্রে করার পরে জায়গাটি ঘষে থাকেন। এই ধরনের কাজ একেবারেই করবেন না। এতে ডিওড্রেন্টের সুগন্ধ আরও দ্রুত ফিকে হয়ে যায়।
ডিওড্রেন্টটি শরীরে স্প্রে করার সঙ্গে সঙ্গে গায়ে জামা পরবেন না। সুগন্ধি সারা গায়ে ছড়িয়ে পড়া পর্যন্ত সামান্য কিছু ক্ষণ অপেক্ষা করুন। তার পর গায়ে জামা পরবেন।
অতিরিক্ত ঘামলেই ডিওড্রেন্টের সুগন্ধিটি নষ্ট হয়ে যায় বা ফিকে হয়ে যায়। সে জন্য যতটা সম্ভব অল্প ঘামার চেষ্টা করুন। তাহলে ডিওড্রেন্টের সুগন্ধ স্থায়ী হবে।
আপনি যেই ব্র্যান্ডের ডিওড্রেন্ট বা বডিস্প্রে ব্যবহার করছেন একই সঙ্গে ওই ব্র্যান্ডের একই সুবাসযুক্ত অন্য প্রসাধনীও ব্যবহার করুন। এতে ওই ডিওড্রেন্টের সুগন্ধটি দিনের শেষে ফিকে হয়ে গেলেও অন্য প্রসাধনের সুগন্ধি আপনাকে সতেজ রাখবে।
ডিওড্রেন্টের সুগন্ধি দীর্ঘক্ষণ ধরে রাখতে শরীরের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন। সাধারণত যে কোনও ধরনের সুগন্ধি বগলে দেওয়ার পর ঘামের গন্ধে কিছু ক্ষণের মধ্যেই ফিকে হয়ে যায়। এ জন্য যে অংশগুলি ঘামে না যেমন, গলায়, কানের পেছনে ইত্যাদিতে ব্যবহার করলে তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে।