Advertisement

লাইফস্টাইল

PHOTOS: এবার মাঝ আকাশে প্লেনেই সারতে পারেন হানিমুন, খরচ কেমন?

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 16 Nov 2021,
  • Updated 2:15 PM IST
  • 1/8

মাঝ আকাশেই নিজের সঙ্গী কিংবা সঙ্গিনীর সঙ্গে সময় কাটানোর সুযোগ। বিলাসবহুল এই সুবিধা ধনী দম্পতিদের জন্য দিচ্ছে লাভ ক্লাউড জেট চার্টার নামের এই কোম্পানি। (সব ছবি প্রতীকী)
 

  • 2/8

এই পরিষেবাটি নিতে, গ্রাহকদের দিতে হবে ৯৯৫ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৭৩ হাজার টাকা, তাও মাত্র ৪৫ মিনিটের জন্য।

  • 3/8

তবে কোনও দম্পতি দেড় ঘণ্টা থাকতে চাইলে তাঁদের ১ লাখ টাকা দিতে হবে।

  • 4/8

একমাত্র পাইলট থাকেন। এই বিমানে বিশেষ বিছানা থাকে। সেখানেই দম্পতিরা থাকতে  পারবেন। 

  • 5/8

দম্পতিরা টেকঅফের দুই মিনিট পরে সিট বেল্ট খুলে ফেলতে পারেন। কোনও সমস্যা সেই সময় হবে না। 
 

  • 6/8

পাইলট অ্যান্থনি ব্ল্যাক জানান, বিমানটিতে একসঙ্গে ৬ জন উড়তে পারে।

  • 7/8

নববিবাহিত দম্পতি ছাড়াও অনেক বয়স্ক ব্যক্তিও প্রতিষ্ঠানটির সেবা নিয়েছেন। লাভক্লাউড এবং এর ফ্লাইটগুলি প্রায় সাত বছর ধরে এই ধরনের সুবিধা দিচ্ছে।

  • 8/8

পরিষেবার মধ্যে রয়েছে, রোমান্টিক ডিনার এবং এমনকি একটি ইন-এয়ার বিবাহ।
 

Advertisement
Advertisement