Advertisement

লাইফস্টাইল

Marriage Tips: দাম্পত্যের প্রধান পাঁচ ধরন, আপনারা কোন ধরনের? জানুন

Aajtak Bangla
  • 27 Mar 2023,
  • Updated 7:10 PM IST
  • 1/10

‘সংসার সুখের হয় রমণীর গুণে’-এই প্রচলিত কথার ভিত্তিটা এখন আর হয়ত ঠিক নয়। কারণ দম্পতি হিসেবে সংসার টিকিয়ে রাখার দায়িত্ব স্বামী-স্ত্রী দুজনেরই। আর দুজন মিলে কী ধরনের দাম্পত্য জীবন পার করছেন সেটাও গুরুত্বপূর্ণ।
 

  • 2/10

এই বিষয়ে সম্পর্ক-বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞরা দাম্পত্য জীবনকে পাঁচ ভাগে ভাগ করেছেন।  
 

  • 3/10

এই ধরনের দম্পতি খুব শান্তভাবে একে অপরের সঙ্গে কথা বলে থাকেন। যে কোনও সমস্যা বা নিজেদের মাঝে ঝামেলা হলেও তারা সেটা ঠাণ্ডা মাথায় সমাধানের চেষ্টা করেন।
 

  • 4/10

এরা একলাফেই কোনও কিছুর উপসংহার টানেন না। বরং সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন।

  • 5/10

নিজেরা কোনও ঝগড়া বা খারাপ আচরণ করে ফেললেও সহজেই নিজের ভুল বুঝতে পারেন। আর পরিস্থিতি সামলে নিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। 

  • 6/10

এমন দম্পতি অনেক বেশি আবেগপ্রবণ হন। অনেক বেশি সংবেদনশীল হওয়াতে এরা জটিল কোনো কথোপকথনে যেতে চান না। একে অপরের সমালোচনা বা কঠিন শব্দ উচ্চারণ এড়িয়ে চলেন।
 

  • 7/10

এরা এমনভাবে একসঙ্গে যোগাযোগ করেন যেন ঝগড়া তাদের সম্পর্কে কোনো ব্যঘাত না ঘটায়। এছাড়াও নিজেদের মাঝে কোনো ঝামেলা হলে তা যেন সম্পর্কের বন্ধনকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে নজর দেন বেশি। 
 

  • 8/10

এই ধরনের দম্পতিরা একে অপরের সঙ্গে খুব কম ঝগড়া করে থাকেন। নিজেদের মাঝে আসা কোনও সমস্যা দ্রুতই মিটিয়ে নেন। এমনকি নিজেদের গুরুতর মতবিরোধ দেখা দিলেও তারা সবচেয়ে ইতিবাচক দিকের মনোনিবেশ করেন।
 

  • 9/10

সম্পর্কে ঝামেলা এড়াতে এরা নির্দিষ্ট সীমারেখা মেনে চলেন। এরা মতবিরোধের বিষয়গুলো এড়িয়ে বরং দুজনের ভালোলাগে এমন বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করেন।    

  • 10/10

এই ধরনের দম্পতি মতবিরোধের ক্ষেত্রে খুব রক্ষণাত্মক আচরণ করেন। এরা একে অপরের সমালোচনার পাশাপাশি দোষারোপও করে থাকেন। এদের মাঝে তর্ক ও ঝগড়া লেগেই থাকে। একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার মতো মানসিকতা থাকে না। ফলে দাম্পত্য জীবন হয়ে ওঠে দুর্বিষহ।  
 

Advertisement
Advertisement