শীতকালে চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যায় কমবেশি অনেকেই ভোগেন। এই সময়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে চুলে তেল দেওয়া উচিত কিনা।
শীতের জেরে চুলের আর্দ্রতা কমে যায়। এর জন্য তেল দিতে হয়। কিন্তু আবার খুষ্কির সমস্যার জন্য তেল দিতে ভয় পান অনেকেই।
চুল বেড়ে ওঠার জন্য ভিটামিট প্রয়োজন। চুলে উপযুত্ত পরিমাণে পুষ্টি জোগায় এই ভিটামিন।
শীতকালে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। ফলে রুক্ষ হয়ে যায় চুল। এই সময় প্রয়োজন পুষ্টি।
বিশেষজ্ঞদের মতে, এই সময়ে প্রয়োজন মত তেল দেওয়া যেতে পারে চুলে। তবেই চুলে সতেজতা ফিরবে।
এই তেল দেওয়ার ফলে চুলে আর্দ্রতা বজায় থাকে। ফলে গোড়াও মজবুত হয়।
বিশেষজ্ঞদের মতে এই সময়ে চুলে যত্ন নেওয়া জরুরি। কারণ অবহেলা করলেই চুলের সমস্যা বাড়তে পারে।
তবে পরিমাণ মতো তেল দিয়ে খুষ্কির সমস্যা তেমন থাকবে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন খুষ্কির সমস্যায় যাঁরা ভোগেন, তাঁরা তেল একটু গরম করে দেবেন।
এতে মাথায় রক্ত সঞ্চালন ভালো থাকে, চুলে গোড়াও মজবুত থাকে।