১৯৮০ সালে ওয়ালসের প্রিন্সেস ডায়ানা পড়েছিলেন সাদা স্লিভ ও লাল শিপ জাম্পার, দারুণ জনপ্রিয় হয়েছিল সেই পোশাক। এত বছর পর আবার ফিরে আসছে সেই পোশাক। ফোটো- উইকিমিডিয়া
আমেরিকান লেবেল রোয়িং ব্লেজারস তাদের ২০২০-র শীতের কালেকশনে রি-লঞ্চ করছে সেই শিপ জাম্পার। ডিজাইনার জোয়ানা ওসর্বোন এবং স্যালি মুয়ার একসঙ্গে কাজ করছেন এই লেবেলের হয়ে। ফোটো- রোয়িং ব্লেজারস ইনস্টাগ্রাম সৌজন্যে
১৯৭৯ সালে কিন্টওয়ার এই ডিজাইন তৈরি করে। তারা এখন আর ব্যবসায় নেই ঠিকই কিন্তু অনেককে উৎসাহিত করে গিয়েছে তাদের ডিজাইন। সেই সঙ্গে তৈরি হয়েছে বহু কপি। ফোটো- রোয়িং ব্লেজারস ইনস্টাগ্রাম সৌজন্যে
স্কারলেট জাম্পার, যার সাদা স্লিভ। কেবলমাত্র একটি কালো স্লিভ যা বিভিন্ন অনুষ্ঠানে পরেছেন প্রিন্সেস। ১৯৮৩ সালে প্রিন্স অৎ ওয়েলসের সঙগে আউটিংয়েও এই পোশাক পরতে দেখা গিয়েছে তাঁকে। ফোটো- রোয়িং ব্লেজারস ইনস্টাগ্রাম সৌজন্যে
এমনকী ডায়ানার ব্যক্তিগত সেই সোয়েটার এখন ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়ামের অংশ। ফোটো- রোয়িং ব্লেজারস ইনস্টাগ্রাম সৌজন্যে
তবে অত্যাধিক চাহিদার কারণে এখন কেবলমাত্র আগের থেকে অর্ডার করলেই পাওয়া যাবে এই জাম্পার। ২০২১ সালের শুরু থেকে সিপিংয়ের কথা ভাবছে কোম্পানি। ফোটো- রোয়িং ব্লেজারস ইনস্টাগ্রাম সৌজন্যে