অনেকেই মনে করেন গোলাপ খুব সুখী গাছ৷ একটু এদিক থেকে ওদিক হলেই আর বাঁচানো যায় না৷ অনেকে আবার বলেন, গাছ তড়বড়িয়ে বাড়লেও ফুল আসতে চায় না মোটেই৷
গোলাপ গাছকে সুস্থ রাখা এবং চলটজলদি ফুল আনার জন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়৷ এই প্রতিবেদনে সে সব নিয়েই আলোচনা করব আমরা৷
যদি আপনার গোলাপ গাছে ঠিকমতো ফুল না আসে, তাহলে ব্যবহৃত চা পাতা দিয়ে তৈরি সার খুবই কার্যকর হতে পারে।
যাঁরা নতুন নতুন গাছের শখ লালন করতে শুরু করেছেন, তাঁরা জেনে রাখুন৷ ব্রেকফাস্টে আমরা অনেকেই শীতকালে চা, পাউরুটি, ডিম সেদ্ধ, কলা সহযোগে খেয়ে থাকি৷ এর মধ্যে তিনটিতেই লুকিয়ে রয়েছে দুর্দান্ত সারের রহস্য৷
ব্যবহৃত চা পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।
২ চা চামচ শুকনো চা পাতার সঙ্গে ১ চা চামচ ভার্মিকম্পোস্ট বা গোবর সার মিশিয়ে নিন।
গোলাপের পাত্রের উপরের মাটিতে এই মিশ্রণটি হালকাভাবে মিশিয়ে দিন। সপ্তাহে একবার ব্যবহার করুন।
মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি পায়। গোলাপের পাতা সবুজ এবং চকচকে হয়। ফুল আরও অসংখ্য এবং বড় হয়।
মনে রাখবেন, ভেজা বা না ধোয়া চা পাতা সরাসরি যোগ করবেন না, অন্যথায় ছত্রাক তৈরি হতে পারে।