Advertisement

লাইফস্টাইল

Snake Plants Gardening: বাতাস বিশুদ্ধ করে, বাস্তুর জন্যেও লাকি স্নেক প্ল্যান্ট! কখন জল দিলে ভাল থাকবে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Dec 2025,
  • Updated 6:49 PM IST
  • 1/8

স্নেক প্ল্যান্ট বা সানসেভিয়েরিয়া একটি জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট যা বাতাস বিশুদ্ধ করতে, সৌন্দর্য বৃদ্ধি করতে কাজে লাগে। 

  • 2/8

এই গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বাতাস থেকে ক্ষতিকর টক্সিন দূর করে এবং বাড়িতে ইতিবাচক শক্তি আনে বলে মনে করা হয়। 

  • 3/8

বাস্তু মতে, এমন কিছু গাছপালা রয়েছে যেগুলি সৌভাগ্য বয়ে নিয়ে আসে। সঠিক নিয়ম মেনে অফিসে বা বাড়িতে সেই সব গাছ লাগালে উন্নতি হয় তরতরিয়ে। এমনই একটি গাছ হল স্নেক প্ল্যান্ট। জেনে কীভাবে বাড়িতে এই গাছের যত্ন করবেন। 

  • 4/8

স্নেক প্ল্যান্ট কম জলে বেড়ে ওঠে। কিন্তু শীতকালে এর জলের চাহিদা আরও কম। অনুপযুক্ত জল দেওয়ার ফলে শিকড় পচন হতে পারে। শীতকালে, প্রতি ১-২ মাসে মাত্র একবার জল দিন।

  • 5/8

জল দেওয়ার আগে, মাটি ৩ ইঞ্চি নীচে পরীক্ষা করুন। সম্পূর্ণ শুষ্ক থাকলেই জল দিন।

  • 6/8

প্রতিদিন বা সপ্তাহে একদিন জল দিলে গাছের ক্ষতি হয়, শিকড় পচে যেতে পারে। পাতায় নয়, সরাসরি মাটিতে জল ঢালুন।

  • 7/8

পাত্রের নিষ্কাশন ব্যবস্থা ভাল হওয়া উচিত, যাতে নীচে জল জমে না থাকে।

  • 8/8

ঘরের ঠান্ডা জায়গায় রাখলে জলের প্রয়োজন আরও কমে যায়। তাই একথা মাথায় রাখা জরুরি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement