Advertisement

লাইফস্টাইল

অবিবাহিতরা সাবধান! ছবিতে জানুন করোনা কীভাবে আপনার ক্ষতি করতে পারে

Aajtak Bangla
  • 11 Oct 2020,
  • Updated 12:56 PM IST
  • 1/7

স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটাও দাবি করেছেন যে, অবিবাহিত মানুষ ছাড়াও কম আয়ের, স্বল্প শিক্ষিত দেশে করোনাভাইরাস থেকে মৃত্যুর সম্ভাবনা বেশি। এই গবেষণাটি সুইডিশ জাতীয় স্বাস্থ্য বোর্ডের দ্বারা স্বীকৃত সুইডেনের কোভিড-১৯ থেকে মৃতদের ডেটার উপর করা হয়েছে।

  • 2/7

এই সমীক্ষায় ২০ বছর এবং তার বেশি বয়সীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। 'জেনারেল নেচার কমিউনিকেশনস'-এ প্রকাশিত এই সমীক্ষার লেখক সোভেন ড্রেফাল বলেছেন, "অনেক বড় কারখানা কোভিড -১৯-এর মৃত্যুর সঙ্গে জড়িত রয়েছে"

  • 3/7

সমীক্ষা অনুযায়ী, কোভিড -১৯ এ অবিবাহিত পুরুষ ও মহিলাদের মৃত্যুর ঝুঁকি বিবাহিতদের তুলনায় দেড় থেকে দুইগুণ বেশি। এই তালিকায় বিধবা এবং ডির্ভোস যাঁরা করেছেন তাঁদেরও সামিল করা হয়েছে। 

  • 4/7

কোভিড -১৯ এ মহিলাদের তুলনায় পুরুষদের মৃত্যুর ঝুকি দ্বিগুণেরও বেশি । এই সমীক্ষায় এমনটাই বলা হয়েছে। এর আগে কিছু গবেষণায় এটিও বলা হয়েছিল যে, অবিবাহিত ব্যক্তিরা বিভিন্ন রোগের কারণে বেশি মারা যান। বেশ কিছু উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। 

  • 5/7

ড্রেফাল জানিয়েছেন, যেসব অবিবাহিতরা অনেক আগে থেকে বিভিন্ন রোগের শিকার তাঁরা বিয়ের প্রতি খুব বেশি আগ্রহ দেখান না ।

  • 6/7

ড্রেফালের মতে, বৈবাহিক দম্পতির তুলনায় অবিবাহিতরা কম সুরক্ষিত পরিবেশ পান। অন্যদিকে, বিবাহিতরা একটা স্বাস্থ্যকর জীবন উপভোগ করেন।  ড্রেফাল জানান, গবেষণায় কোভিড ১৯ থেকে অবিবাহিত ব্যক্তিদের মৃত্যুর সম্ভাবনা বেশি, এটা থেকে পরিস্কার।

  • 7/7

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৭৪ লাখ। ভারত, আমেরিকা, ব্রাজিলা সবথেকে বেশি করোনা আক্রান্ত রয়েছে। শুধুমাত্র ভারত  ও আমেরিকায় করোনায় মৃতের যোগ করলে তা কোটি ছাড়িয়ে যাবে।

Advertisement
Advertisement