Advertisement

লাইফস্টাইল

Subho Sharodiya 2022: প্রিয়জনদের শারদীয়ার শুভেচ্ছা জানান এই মেসেজের মাধ্যমে

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Sep 2022,
  • Updated 7:53 PM IST
  • 1/12

উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। গত দু'বছর অতিমারীর জন্য ঠাকুর দেখা থেকে পুষ্পাঞ্জলি দেওয়া, সবেতেই ছিল বিধি-নিষেধ। এবছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই বলা চলে, সকলের আনন্দ দ্বিগুণ। 

  • 2/12

প্রিয়জনদের শারদ শুভেচ্ছা জানান হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম, ট্যুইটার কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে। জানুন কী ভার্চুয়াল বার্তা (Durga Puja Wishes) দিতে পারেন আপনি।

  • 3/12

আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা দুর্গা সর্বদা আপনাদের উপরে থাকুক। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।

  • 4/12

প্রার্থনা করি এই শারদীয়ায় আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে! 
 

  • 5/12

 এই দুর্গা পুজোতে আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শারদ শুভেচ্ছা সকলকে!

  • 6/12

দেবী দুর্গা আপনার জীবন ভালোবাসা ও আশীর্বাদে প্রদান করুক। জয় মা দুর্গা! 

  • 7/12

 আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ জানিয়ে দিচ্ছে আবারও মা আসছেন বছর ঘুরে! শুভ শারদীয়া! 
 

  • 8/12

 মায়ের আগমনে সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়া! শারদ শুভেচ্ছা সকলকে... 
 

  • 9/12

শারদীয়া উপলক্ষে দেবী দুর্গা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। শুভেচ্ছা সকলকে! 

  • 10/12

 এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ শারদীয়া! 

  • 11/12

এবারের দুর্গা পুজোতে আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।  
 

  • 12/12

আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ দুর্গা পুজো!

Advertisement
Advertisement