Advertisement

লাইফস্টাইল

PHOTOS: সর্বনাশ! কমে যাবে আপনার Take Home Salary!

Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Jun 2021,
  • Updated 10:28 PM IST
  • 1/5

সবাই চান, তাঁর Take Home Salary যেন বেশি থাকে। কিন্তু, সরকারের নতুন সিদ্ধান্তের জন্য আপনার Take Home Salary কমে যেতে পারে। তবে এর একটা ভালো দিক হল, এতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। 

  • 2/5

আসলে Take Home Salary কমলেও আপনার প্রাপ্য টাকা পিএফ খাতে জমা পড়বে। ফলে ভবিষ্যতের চিন্তা থেকে অনেকটাই মুক্তি পাবেন। 

  • 3/5

কেন্দ্রীয় সরকার নতুন শ্রম আইন লাগু করতে চলেছে। এর ফলে Take Home Salary ও পিএফ-এ বদল আসবে। অর্থাৎ Take Home Salary কমবে ও পিএফ বাড়বে।

  • 4/5

২০২১ সাল থেকেই এই আইন লাগু করতে চেয়েছিল সরকার। কেন্দ্রের মতে এই আইন লাগু হলে শ্রমমন্ত্রকের ৪৪টি আইন সুসংগঠিত করা যাবে। 

  • 5/5

জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সম্মতিতে এই আইন লাগু হবে। তবে বেশ কয়েকটি রাজ্য এখনও এই আইন নিয়ে ততটা আগ্রহ দেখায়নি। যার জেরে চালু করা সম্ভব হয়নি। বেশ কয়েকটি রাজ্য এই আইনকে লাগু করার জন্য কয়েক মাসের সময় চেয়েছে। আবার কোম্পানিগুলিও কেন্দ্রের কাছে সময় চেয়ে নিয়েছে। 


 

Advertisement
Advertisement