Advertisement

লাইফস্টাইল

Toilet Bucket Cleaning: বাথরুমের বালতি, মগে বিশ্রি নোংরা দাগ? এই টোটকায় নতুনের মতো চমকাবে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2025,
  • Updated 6:20 PM IST
  • 1/10

নিত্যদিনের নানা প্রয়োজনীয় জিনিসের মধ্যে বালতি, মগ , গামলা অন্যতম। অনেকের ঘর- বাড়ি পরিষ্কার থাকলেও বালতি- মগ নোংরা থাকে। 

  • 2/10

বাথরুমের বালতি বা মগ কিছুদিন পরেই ফ্যাকাশে হয়ে যায়। শত চেষ্টা করেও পরিষ্কার হয় না বহুক্ষেত্রে।

  • 3/10

কীভাবে সহজে পরিষ্কার করবেন? জানুন বাথরুমের ফ্যাকাশে বালতি- মগের রং  চকচকে করার টিপস। 

  • 4/10

যদি বাথরুমের বালতি, মগে কালো দাগ পড়ে যায়, তাহলে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। 

  • 5/10

ব্লিচিং পাউডার জলে মিশিয়ে ভিজে কাপড় দিয়ে ঘষে নিন বালতি, মগ। ভাল করে কাপড় দিয়ে ঘষে নেওয়ার পর, জল দিয়ে ধুয়ে নিন। তবে অবশ্যই হাতে গ্লাভস পরে থাকবেন, তা নাহলে চামড়ার সমস্যা হতে পারে। 

  • 6/10

লেবুর রস দিয়ে পরিষ্কার করতে পারেন। এতে থাকা অ্য়াসিটিক অ্য়াসিডের সাহায্যে যে কোনও দাগ মুছে ফেলা যায় সহজে।
 

  • 7/10

এছাড়াও, ব্যবহার করতে পারেন বেকিং সোডা ও ভিনিগার, দাগ উঠে যাবে খুব তাড়াতাড়ি।

  • 8/10

একটি পাত্রে সমপরিমাণে সাদা ভিনিগার এবং গরম জল মিশিয়ে নিন। বালতি ও মগ এই মিশ্রণে ৩০ মিনিট বা ১ ঘণ্টা ডুবিয়ে রাখুন। এরপর একটি পাত্রে বেকিং সোডা ও অল্প জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। পুরনো টুথব্রাশ বা স্ক্রাবারের সাহায্যে বালতি ও মগে এই পেস্ট ঘষে লাগান। 

  • 9/10

বেকিং সোডা এবং ভিনিগার একসঙ্গে মিশে বুদবুদ তৈরি করবে, যা দাগ দূর করতে সাহায্য করবে। ভালভাবে ঘষে পরিষ্কার করার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। 
 

  • 10/10

হাইড্রোজেন পারক্সাইড অল্প পরিমাণ জলের সঙ্গে মিশিয়ে নিন। পুরনো ব্রাশের সাহায্যে বালতি ও মগ ভাল করে ঘষুন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি বালতি ও মগকে নতুন করে উজ্জ্বল করে তুলতে পারে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement