Advertisement

লাইফস্টাইল

Hair Care Tips: পুজোর আগেই পান ঘন ঝলমলে চুল, শুধু মাথায় রাখুন ২ টিপস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2025,
  • Updated 8:20 PM IST
  • 1/9

দীর্ঘ ও ঘন চুল সকলের নজর কাড়ে। পুজোর আগে যদি কেশচর্চা করতে চান, তবে জেনে নিন এই ছোট্ট টোটকা।

  • 2/9

কেশচর্চার টোটকা প্রয়োগ করে আপনিও হয়তো লাভবান হতে পারেন। ঝলমলে এই চুলের নেপথ্যে ৫ ধাপ বা ১০ ধাপের বাহুল্য নেই।

  • 3/9

অতি সরল ও সহজ পদ্ধতিতেই নিজের চুলের যত্ন নেওয়া যায়।

  • 4/9

তবে বাজারজাত পণ্য ব্যবহার না করাই ভাল। তাতে রাসায়নিক থাকায় সমস্যা হতে পারে চুলের। উঠে যেতে পারে। আবার রুক্ষ হয়েও যেতে পারে।

  • 5/9

এখনও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে নানা জায়গায়। ফলে আর্দ্রতার মাঝে থাকতে হচ্ছে। এই সময় চুলের বিশেষ কেয়ার খুবই জরুরী।

  • 6/9

নিজের জন্য সঠিক শ্যাম্পু বেছে নেওয়াই আসল কাজ। অতিরিক্ত আর্দ্রতাও আবার চুলের জন্য ভাল নয়।

  • 7/9

চিকিৎসকদের মতে, দামি ব্র্যান্ড নয়, বরং কোন শ্যাম্পু বা কন্ডিশনার আপনার মাথার ত্বক ও চুলের ধরন অনুযায়ী মানানসই, সেটা বুঝে নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি।

  • 8/9

নিয়মিত তেল দেওয়া, সঠিক পণ্য ব্যবহার আর সামান্য যত্নেই চুল থাকতে পারে দীর্ঘদিন স্বাস্থ্যকর ও উজ্জ্বল।

  • 9/9

সপ্তাহে দুইবার শ্যাম্পু ও কন্ডিশনার আর নিয়মিত তেল দিলে ভাল থাকবে চুল। সহজ সমাধান মেনে চললে, পুজোর আগেই চুল হবে দারুণ সিল্কি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement