Advertisement

লাইফস্টাইল

Vastu Tips: সকালে উঠে এই ভুলগুলিই আমরা করি, তাতেই বাড়িতে রাহু বাসা বাঁধে

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Aug 2022,
  • Updated 7:03 PM IST
  • 1/10

দিনের ভালো শুরু করতে কিছু নিয়ম অবশ্যই জরুরি। যদি আমরা এই সমস্ত নিয়ম পালন করি, তাহলে জীবনে সাফল্য এবং খুশি থাকে, এই সমস্ত নিয়ম পালন করলে মানুষের জীবনের চিন্তা দূর হয়। এখন আমরা জেনে নিই যে পন্ডিত কমল নন্দলাল বাস্তু অনুসারে আমাদের জানিয়েছেন সকালবেলা উঠে কি কি কাজ করা উচিত এবং কি কাজ করা উচিত নয়।

  • 2/10

পন্ডিত কমন নন্দলাল বলেছেন, যে সকালে শক্তি সর্বোচ্চ স্তরে থাকে। সাধারণভাবে লোকেরা নিজেদের দৈনিক দিনচর্চা বিভিন্ন ছোট ছোট ভুল দিয়ে শুরু করে। যা কখনওই করা উচিত নয়। কিছু লোক সকালে উঠে হাই তুলতে শুরু করেন। কিছু এমন রয়েছে যাতে সকালে উঠে তারা নিজের চেহারা দেখতে শুরু করেন।

  • 3/10

এছাড়া বেশ কিছু বাড়িতে হিংস্র পশু বা জংলি জানোয়ারের পেন্টিং লাগানো থাকে। সকালে উঠে যদি তার ওপর চোখ পড়ে. আবার অনেকে বাচ্চাদের কার্টুন পছন্দ বলে মিকি-ডোনাল্ড এর ছবি বাচ্চাদের ঘরে লাগিয়ে দেয়। যা উচিত নয়।

  • 4/10

সাধারণভাবে কিছু লোক নিজেদের পোষা পশু সঙ্গে নিয়ে শোন এবং সকালে উঠে তার মুখ সবার আগে দেখেন। কিন্তু আপনি কি কখনও ভেবেছেন যে বাচ্চাদের উপর আপনাদের এই সমস্ত কাজকর্মের প্রভাব পড়ছে, বাস্ত শাস্ত্র অনুসারে যা সকালে উঠে করা উচিত নয়। অনেক এমন জিনিস রয়েছে যেগুলি সকালে উঠে বাস্তব অনুসারে দেখা বর্জন করা উচিত এখনই।

  • 5/10

বাস্তু অনুসারে সকালে উঠে নিজের বা অন্য কারও প্রতিবিম্ব দেখা একেবারেই উচিত নয়। যদি আপনি সূর্য দর্শনের জন্য বেরিয়ে থাকেন, তাহলে আপনার ছায়া বা প্রতিবিম্ব পশ্চিম দিকে পড়েছে যেটি আপনি দেখে ফেললেন, যেখানে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে বাস্তু অনুসারে এটি রাহুর সংকেত বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে পশ্চিম দিকে নিজের ছায়া রাখার অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।

  • 6/10

সকালে কখনও এঁটো বাসন দেখা উচিত নয়। এ কারণে বাস্তু অনুসারে বলা হয় যে রাতেই সমস্ত বাসন ধুয়ে ফেলা উচিত, যাতে সকালে উঠে দেখতে না হয়।

  • 7/10

বাস্তু অনুসারে সকালে উঠে মলত্যাগের প্যান বা কোমড একেবারে দেখবেন না। এতে রাহুর বাস তৈরি হয়।

  • 8/10

বাস্তু অনুসারে বলা হয় যে, সকালে কখনও আয়না দেখবেন না। গোটা রাতে যে সমস্ত নেগেটিভিটি তৈরি হয়, তার সমস্ত আয়নার মাধ্যমে আপনার কাছে ফিরে আসে।

  • 9/10

সকালে উঠে জংলি জন্তু-জানোয়ারের ছবি দেখা অশুভ বলে মনে করা হয়। এছাড়া সকালে উঠে আপনি নিজের ঘরের পোষা জন্তু জানোয়ারের মুখও দেখবেন না।

 

  • 10/10

সকালে সকালে উঠে নিজের দুহাত এর তালু দর্শন করুন। হাতের তালুতে ঘনশ্যাম, সরস্বতী এবং লক্ষীর বাস থাকে। হাতের তালুকে কমল বলে। সকালে উঠে সবার আগে নিজের হাত দুটি খুলে তা দর্শন করুন। এখন ভগবানের নাম নিয়ে হাতের তালু নিজের মুখে বুলিয়ে নিন। এরপর আপনি দিনের নতুন শুরুর জন্য প্রার্থনা করুন। এরপরে জল পান করুন এবং সূর্যের দর্শন করুন। সূর্যোদয়ের আগে যারা উঠে পড়েন, যদি চাঁদ আকাশে থাকে, তাহলে তার দর্শন করতে পারেন।

Advertisement
Advertisement